কলকাতা: ৮ম জিএসটি দিবস উদযাপনের উদ্বোধন করেন প্যাটন গ্রুপের এমডি সঞ্জয় বুধিয়া এবং আন্দামান ও নিকোবরের লেফটেন্যান্ট গভর্নর অ্যাডমিরাল ডি.কে. জোশী। এছাড়াও কলকাতা সিজিএসটি ও সিএক্স জোনের প্রধান কমিশনার শ্রাবণ কুমার এবং কলকাতা কাস্টমস জোনের প্রধান কমিশনার মদন মোহন সিং উপস্থিত ছিলেন। এদিন প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন হয়। অনুষ্ঠানে ১২ জন করদাতা এবং জিএসটি বিভাগের ১৬ জন কর্মকর্তাকে সংবর্ধিত করা হয়।