দিনহাটা: দিনহাটা শহরের বিভিন্ন এলাকায় একটি রেস্টুরেন্ট সহ তিনটি খাবারের দোকানে রাতের বেলা হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। রাতে শহরের শহীদ কর্নার এলাকা ছাড়াও হাসপাতাল মোড় ও মদনমোহন বাড়ি এলাকায় এই দোকানগুলিতে ভাঙচুর করা হয়। ভাঙচুরের ঘটনায় ব্যাপক আলোড়ন ছড়িয়ে পড়ে। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে।জানা গিয়েছে, অন্যান্য দিনের মত এদিন রাতেও ব্যবসায়ীরা তাদের দোকান বন্ধ করে যায়। দুষ্কৃতীরা সেই তিনটি দোকানে ভাঙচুর চালায়। ঘটনার খবর পেয়ে পুলিশ সেখানে যায় এবং তদন্ত শুরু করেছে। কেন শহরের এই তিনটি দোকানে পরপর ভাঙচুরের ঘটনা ঘটল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। দিনহাটা মহকুমা হোটেল ব্যবসায়ী সমিতির পক্ষ থেকেও ইতিমধ্যে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ দাবি করে অভিযুক্তদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। ক্ষতিগ্রস্ত এক দোকানের মালিক শুভজিৎ সাহা বলেন,”অন্যান্য দিনের মতো এদিনও দোকান বন্ধ করে বাড়ি চলে যাই। রাতের বেলা শুনতে পারি দোকানে ভাঙচুর করা হয়েছে। দোকানের সামনেই রয়েছে পুলিশের সিসি ক্যামেরা। কিভাবে কারা ভাঙলো সেটা পুলিশ তদন্ত করলে সব পরিষ্কার হয়ে যাবে। এভাবে দোকানে ভাঙচুর কোনভাবেই মেনে নেওয়া যায় না। ইতিমধ্যে গোটা ঘটনা পুলিশকে লিখিতভাবে জানিয়েছি।সংগঠনের যুগ্ম সম্পাদক সৌরভ পোদ্দার ও স্বপন মন্ডল জানিয়েছেন, শান্ত শহর দিনহাটা। এই শহরে একাধিক হোটেল এবং রেস্টুরেন্ট রয়েছে। রাত আনুমানিক সাড়ে এগারোটা নাগাদ দুষ্কৃতীরা তিনটি দোকানে ভাঙচুর করেছে। বিষয়টি আমরা পুলিশকে জানিয়েছি। এই হোটেল ব্যবসার সাথে বেশ কয়েকটি পরিবারের রুটি রুজি জড়িয়ে রয়েছে। পুলিশ যদি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করে তাহলে সংগঠনের পক্ষ থেকে আন্দোলন গড়ে তোলা হবে।পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, দিনহাটা শহরের তিনটি রেস্টুরেন্টে রাতের বেলা ভাঙচুরের ঘটনার তদন্ত শুরু হয়েছে।