শিলিগুড়িতে উদ্ধার শালকাঠ – সেগুন কাঠ, ধৃত ২

IMG-20250630-WA0077

শিলিগুড়ি: শিলিগুড়িতে আজ ভোর রাতে ভোররাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে মহানন্দা ওয়াইল্ডলাইফ স্যাংচুয়ারির রেঞ্জ অফিসার দীপক রাসাইলি-এর নেতৃত্বে একটি অভিযান চালানো হয়। ঠিক রাত প্রায় ৩টা নাগাদ শিলিগুড়িগামী গাড়িকে আটক করা হয়। তল্লাশি চালিয়ে ওই গাড়ি থেকে বিপুল পরিমাণ অবৈধ শাল ও সেগুন কাঠ বাজেয়াপ্ত করে বনকর্মীরা। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তি , যথাক্রমে বিশাল রাই (৪১) ও সাইলেন রাই (৩৬)-কে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্তদের ব্যবহৃত গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতদের আজ অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পেশ করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে বলে বনদপ্তর সূত্রে জানানো হয়েছে বহুদিন ধরেই চলছিল এই অবৈধ কাঠ পাচার। যার সাথে যুক্ত ছিলো বহু ব্যক্তি। বনদপ্তর অনেক চেষ্টা করেও ধরতে পারছিল না। এই কাঠ পাচারকারীদের সাথে আন্তর্জাতিক কাঠ পাচারকারীদের যোগাযোগ আছে বলে জেনেছে বনদপ্তর। মূলত শেষ রাতের দিকে এই ধরনের কাজ হত। আজকে আগের থেকে খবর পেয়ে যাওয়ায় বনদপ্তরের কোন অসুবিধা হয়নি ওই দুজনকে ধরতে। আপাতত তারা বনদপ্তর এর হেফাজতে আছে বলে জানা গেছে।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement