মোথাবাড়িতে সিপিএমের বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল

IMG-20250630-WA0078

মোথাবাড়ি: কালিগঞ্জে তৃনমুলীকর্মীর ভোট গগনা চলাকালীন বিজয় উল্লাসের ফলে ৯ বছরের তামান্নার জীবন কেড়ে নিয়েছে। এবং সাউথ কলকাতার ল কলেজে এই আইন পড়ুয়া ছাত্রী কে তৃনমুলের ছাত্র নেতাদের দ্বারা গনধর্ষনের বিরুদ্ধে বিক্ষোভ প্রতিবাদ মিছিল করলো সিপিআই এমএল কালিয়াচক ২ এরিয়া কমিটি।সিপিএম কর্মীদের এই মিছিল চৌরঙ্গী মোড় থেকে থানা ও হাই স্কুল পাড়া হয়ে গোটা মোথাবাড়ি প্রদক্ষিণ করে। মিছিল শেষে মোথাবাড়ী চৌরঙ্গী মোড়ে বিক্ষোভ সভা হয়। বিক্ষোভ সভায় সিপিএম নেতারা তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ে। বক্তব্য রাখেন সিপিএমের এরিয়া কমিটির সম্পাদক আসরাউল হক, জেলা নেতা নইমুদ্দিন শেখ কৌশিক মিশ্র, সহ একাধিক ব্লক নেতা। বিক্ষোভ সভায় সভাপতিত্ব করেন আলতাফ হোসেন।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement