ধারালো অস্ত্রে ঘায়েল গৃহবধূ

IMG-20250628-WA0083

সুন্দরবন: বাগানে মধ্যে ঢুকে পড়েছিল গোরু, নারকেল গাছ, কলা গাছ খেয়েছিল আর তাতেই অগ্নি শর্মা হয়ে পড়েন গৃহস্থ। এই ঘটনাকে কেন্দ্র করে দুটি পরিবারের মধ্যে প্রথম শুরু হয় বচসা পরে তা রক্তারক্তি কাণ্ড ঘটে। উত্তেজিত হয়ে এক প্রতিবেশী অপর এক প্রতিবেশীকে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারলে গুরুত্বর জখম হয় এক গৃহবধূ। জখম গৃহবধূর নাম আরতী মন্ডল।শুক্রবার এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের ঝড়খালি কোষ্টাল থানার ত্রিদিব নগর এলাকায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে ত্রিদিব নগর এলাকার বাসিন্দা আরতী মন্ডল।তার স্বামী শ্যামল মন্ডল পেশায় একজন কৃষক।এদিন বিকালে প্রতিবেশী প্রমোদ মাকালের একটি গোরু আরতী মন্ডলের বাগানের মধ্যে ঢুকে পড়ে। নারকেল গাছ এবং কলা গাছ খায়।আর এই বিষয়ে আরতী মন্ডল প্রতিবাদ করলে, প্রতিবেশীর সঙ্গে বচসা বেধে যায়। বচসার জেরে উত্তেজিত হয়ে গৃহবধূর কে মারধর করে এবং ধারালো অস্ত্র দিয়ে গৃহবধূর হাতে কোপ মারে বলে অভিযোগ।ঘটনায় গুরুতর জখম হয় ওই বধু। পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করেন। রক্তাক্ত অবস্থায় বাসন্তী ব্লক হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। সেখানে ওই বধুর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে শুক্রবার রাতেই ক্যানিং মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করেন চিকিৎসকরা। বর্তমানে সেখানেই চিকিৎসা চলছে।জখম গৃহবধূর পরিবারের সদস্যরা ঝড়খালি কোষ্টাল থানায় এ বিষয়ে অভিযোগ দায়ের করেছেন।তদন্ত শুরু করেছে পুলিশ।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement