দিলজিতের বর্ডার-২ শুটিংয়ের অনুমতি বাতিলের দাবি

IMG-20250628-WA0002

মুম্বই: ‘সর্দারজি ৩’-এর পর ‘বর্ডার ২’। ভারতীয়দের ভাবাবেগে আঘাতের অভিযোগে এবার বিপাকে দিলজিৎ দোসাঞ্ঝের নয়া ছবি। শুটিংয়ের অনুমতি বাতিলের দাবিতে সরব ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে চিঠি লিখে এই দাবি জানিয়েছেন তাঁরা। ‘বর্ডার ২’ ছবিটির বর্তমানে পুণের ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমিতে শুটিং চলছে। ওই অনুমতি বাতিলের দাবি জানানো হয়েছে। সিনে সংগঠনের তরফে চিঠিতে উল্লেখ করা হয়েছে, “পাকিস্তানের অভিনেত্রী হানিয়া আমিরের সঙ্গে জুটি বেঁধে ভারতীয়দের ভাবাবেগে আঘাত করেছেন দিলজিৎ। তাই সিনে সংগঠনের তরফে দিলজিৎ দোসাঞ্ঝকে বয়কট করা হয়েছে। তা সত্ত্বেও তাঁকে ‘বর্ডার ২’ ছবির শুটিংয়ের অনুমতি দেওয়া ঠিক নয়। কারণ, এই ছবিটির শুটিং ভারতের বিভিন্ন সীমান্ত এলাকায় করার কথা। একজন পাকিস্তান দরদী অভিনেতাকে সেসব জায়গায় শুটিং করতে দিলে ভারতীয় ভাবাবেগে আবারও আঘাত লাগতে পারে।” এর আগে ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজের তরফে ‘বর্ডার ২’ ছবি নির্মাতাদের উদ্দেশে একটি চিঠি লেখা হয়। ভারতীয়দের ভাবাবেগে আঘাতের পরেও কেন ছবিতে রাখা হল পাঞ্জাবি গায়ক তথা অভিনেতাকে সে প্রশ্ন করা হয়। বলা হয়, “খুবই হতাশ”।
প্রসঙ্গত, গত কয়েকবছর নিজের কাজের মাধ্য়েমে আমজনতার মন জয় করে নিয়েছেন দিলজিৎ। ২০২৪ সালে গায়ক তথা অভিনেতা ইমতিয়াজ আলির ‘অমর সিং চামকিলা’য় নামকরা পাঞ্জাবি শিল্পীর চরিত্রে অভিনয় করেন। একই বছরে ভারতের বাইরে সর্বকালের বৃহত্তম পাঞ্জাবি শো করেন। চলতি বছরে মেট গালায় অংশ নেন ‘সর্দারজি’। যা সকলের মন কেড়েছে। তবে পাঞ্জাবি সঙ্গীত শিল্পী দিলজিৎ বারবার বিতর্কে জড়িয়েছেন। কখনও গানে মাদকদ্রব্যের নাম ব্যবহার করে আইনি জটে জড়িয়েছেন। ‘পাঞ্জাব ৯৫’ নামে ছবিতে অভিনয় করেছেন তিনি। কিন্তু সেন্সর বোর্ডের জটিলতায় তা মুক্তি পায়নি। সম্প্রতি পাক অভিনেত্রীর সঙ্গে অভিনয় করে বিতর্কে জড়িয়েছেন দিলজিৎ। ‘সর্দারজি ৩’ ছবির ট্রেলার প্রকাশ্যে আসতেই সিনে সংগঠকদের তরফে অভিনেতাকে নিষিদ্ধ ঘোষণা করার দাবি উঠেছে। পাসপোর্ট বাতিলেরও দাবি করা হয়েছে। যদিও সম্প্রতি বিতর্ক নিয়ে মুখ খোলেন দিলজিৎ। পাক অভিনেত্রী হানিয়া আমিরের পাশে দাঁড়ান তিনি।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement