লন্ডন: হাত ভেঙে গিয়েছে ডেভিড বেকহ্যামের। হাসপাতালে ভর্তি তিনি। স্ত্রী ভিক্টোরিয়া বেকহ্যাম জানালেন, কেমন আছেন ইংল্যান্ডের প্রাক্তন ফুটবলার। কিছু দিন আগেই নাইট উপাধি পেয়েছিলেন বেকহ্যাম। ভিক্টোরিয়ার পোস্ট করা ছবিটিতে দেখা যাচ্ছে হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন বেকহ্যাম। তাঁর ডান হাতটি ঢুকিয়ে রাখা একটি ব্যাগের (স্লিং পাউচ) মধ্যে। হাতে চোট পেয়েছেন বেকহ্যাম। তবে কী ভাবে আঘাত লেগেছে বা সেই আঘাত কতটা গুরুতর, সেটা জানা যায়নি। বেকহ্যামকে যদিও হাসিমুখেই ছবি তুলতে দেখা গিয়েছে। ফলে মনে করা হচ্ছে সুস্থ আছেন তিনি। ফুটবলজীবনে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড এবং রিয়াল মাদ্রিদের হয়ে নজর কেড়েছিলেন বেকহ্যাম। তিনি বিখ্যাত ছিলেন বাঁক খাওয়ানো ফ্রি কিকের জন্য। এখন তিনি ইন্টার মায়ামি দলের সঙ্গে যুক্ত। শোনা যায়, তাঁর কথাতেই মায়ামিতে যোগ দিয়েছিলেন লিয়োনেল মেসি। গত বছর শোনা গিয়েছিল, বেকহ্যাম এবং ভিক্টোরিয়ার মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। টম বাওয়ার একটি বই প্রকাশ করেছিলেন, যার নাম ‘দ্য হাউস অফ বেকহ্যাম’। সেখানেই তারকা জুটির সম্পর্ক নিয়ে অনেক কথা লেখা হয়েছে। বইয়ে লেখক জানিয়েছেন, প্রথম বার বেকহ্যাম ও ভিক্টোরিয়ার সম্পর্ক ধাক্কা খায় ২০০৪ সালে। সেই সময় রেবেকা লুস নামের এক তরুণী প্রকাশ্যে অভিযোগ করেন, বেকহ্যামের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। কিন্তু তখনও দম্পতির জুটি ভাঙেনি। ২০১৬ সাল থেকে তাঁদের সম্পর্কে চিড় ধরতে শুরু করে। কিন্তু সেই সব কিছুই যে গুজব, তা বলাই যায়। এখনও বেকহ্যাম এবং ভিক্টোরিয়া এক সঙ্গেই রয়েছেন।