কামাখ্যাগুড়িতে লোকালয় থেকে কচ্ছপ উদ্ধার

IMG-20250627-WA0009

কামাখ্যাগুড়ি: কুমারগ্রাম ব্লকের কামাখ্যাগুড়ির সুপারমার্কেট এলাকা থেকে একটি কচ্ছপ উদ্ধার হল। বন বিভাগের কামাখ্যাগুড়ি মোবাইল রেঞ্জের বনকর্মীরা কচ্ছপটি উদ্ধার করেন। বন বিভাগ সূত্রে জানা গিয়েছে, কচ্ছটিকে তার নিরাপদ বাসস্থানে ছেড়ে দেওয়া হয়েছে। জানা গিয়েছে, বুধবার রাতে কামাখ্যাগুড়ির সুপারমার্কেট এলাকায় লোকালয়ে কচ্ছপটি দেখেন স্থানীয়রা। স্থানীয়রা খবর দেন বন বিভাগের কামাখ্যাগুড়ি মোবাইল রেঞ্জে। এরপর বনকর্মীরা এসে কচ্ছপটি উদ্ধার করে নিয়ে যান।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement