কোচবিহার: নিউ কোচবিহার রেলস্টেশনে মক ড্রিল আয়োজিত হল। যেকোনো সময় রেল দুর্ঘটনা ঘটলে কিভাবে সেখান থেকে উদ্ধার হওয়া সম্ভব এবং ক্ষতিগ্রস্ত কামরা কে কিভাবে সরানো যায় সেসব এদিন মগ ড্রিলের মাধ্যমে তুলে ধরা হয়। রেল কর্তৃপক্ষ ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর যৌথ উদ্যোগে এদিন নিউ কোচবিহারের রেল স্টেশনের চত্বরে এই মগড্রিল আয়োজিত হয়। ট্রেন দুর্ঘটনা বা জরুরি পরিস্থিতির মোকাবিলায় কীভাবে দ্রুত এবং সমন্বিতভাবে কাজ করতে হবে, তা নিয়ে এই মহড়ায় অনুশীলন করেন দুই দপ্তরের কর্মীরা।মক ড্রিলে একটি কাল্পনিক ট্রেন দুর্ঘটনার দৃশ্য তৈরি করে উদ্ধারকাজ, চিকিৎসা সহ বিভিন্ন রেসকিউ অপারেশনের প্রস্তুতি ঝালিয়ে নেওয়া হয়।

উপস্থিত ছিলেন রেলওয়ে ও এনডিআরএফ-এর আধিকারিকেরা। এই ধরনের মহড়ার মাধ্যমে বিপর্যয় মোকাবিলায় দক্ষতা বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় আরও মজবুত হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা। নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে এবং জরুরি পরিস্থিতিতে প্রতিক্রিয়া দেওয়ার প্রস্তুতি কতটা কার্যকর, তা পর্যালোচনাও করা হয় এই মহড়ার মাধ্যমে।