কোচবিহার: রাজ আমলের প্রাচীন মদনমোহন মন্দিরের রথ কে ঘিরে যখন জোর উন্মাদনা চলছে, ঠিক সেই সময় কোচবিহারে এই প্রথম গোল্ডেন রথ তৈরি করে নজর কাড়লেন শিল্পী সুবল সূত্রধর। আর এই ব্যতিক্রমী রথ নির্মাণের নেপথ্যে রয়েছেন রাজ্য পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট শিল্পী সুবল। তাঁর বাড়ি কোচবিহার শহরের কালীঘাট রোডে। শিল্পীর এই ধারণাকে এবং শিল্পকলা কে তারিফ করেন অনেকেই।জানা গিয়েছে, এক ব্যক্তি সুবল বাবুকে এই বিশেষ রথটি নির্মাণের দায়িত্ব দেন। সেই দায়িত্বকে সম্মান জানিয়ে দীর্ঘ কয়েক দিন ধরে সঙ্গীর সহযোগিতায় এই সোনালি রঙের রথটি তৈরি করেন সুবল বাবু।রথ তৈরির খবর ছড়িয়ে পড়তেই প্রতিদিন বহু মানুষ সুবল বাবুর বাড়িতে ভিড় জমাতে শুরু করেন। সবাই গোল্ডেন রঙের এই অনন্য রথটি দেখে মুগ্ধ হন। অনেকেই সুবল বাবুকে অভিনন্দন ও সাধুবাদ জানান এই অভিনব উদ্যোগের জন্য।সুবল সত্যধর জানান, “জগন্নাথ ঠাকুরের কৃপায় এত বড় রথ তৈরি করতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি।” তিনি আরও বলেন, “আমি দীর্ঘ ৩৬ বছর ধরে কাঠ ও বাঁশ দিয়ে নানা শিল্পকর্ম তৈরি করছি, তবে এই রথটি আমার জীবনের অন্যতম সেরা কাজ।কোচবিহারে সুবল বাবুর তৈরি এই গোল্ডেন রথ এখন রীতিমতো আলোচনার কেন্দ্রবিন্দু। ধর্মীয় ভক্তি এবং শিল্পকুশলতার অপূর্ব মেলবন্ধন ঘটেছে এই রথ নির্মাণে।