উইকেন্ড এনজয় করুন কেএফসি-এর বিগ উইনের সাথে

IMG-20250627-WA0050

শিলিগুড়ি: এই উইকেন্ডে কেএফসি নিয়ে এসেছে দুর্দান্ত এক অফার, তার ‘উইন বিগ’ ক্যাম্পেইনের সাথে। এই ক্যাম্পেইনের মাধ্যমে কেএফসি-প্রেমীরা উপভোগ করতে পারবেন তাদের প্রিয় খাবার, সঙ্গে জিতে নিতে পারেন অসাধারণ সব পুরস্কার। এর মধ্যে রয়েছে মাহিন্দ্রা থার, অ্যাপল ম্যাকবুক, আইফোন ১৬ এসই, সনি ব্রাভিয়া হোম থিয়েটার সিস্টেম এবং আরও অনেক কিছু।অফারটি চলবে প্রতিটি উইকেন্ডে, অর্থাৎ শুক্রবার, শনিবার ও রবিবার – ৩১ জুলাই ২০২৫ পর্যন্ত। এটি কেএফসি -এর সমস্ত রেস্টুরেন্টেই প্রযোজ্য। এই অফারটির আনন্দ নিতে চাইলে শুক্রবার থেকে রবিবারের মধ্যে কেএফসি-তে ডাইন-ইন করতে হবে বা সেলফ টেক-অ্যাওয়ের মাধ্যমে ₹২৯৯ বা তার বেশি মূল্যের অর্ডার দিতে হবে। কাউন্টারে নিজের মোবাইল নম্বর শেয়ার করলেই যোগ দিতে পারবেন লাকি ড্র-তে। এই অংশগ্রহণের জন্য কোনও অতিরিক্ত মূল্য দিতে হবে না।তাই, আর দেরি না করে স্বাদের সাথে পুরস্কার জিততে চাইলে উইকেন্ডে ভিজিট করুন আপনার কাছের কেএফসি রেস্টুরেন্টে।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement