মুম্বই: তিক্ত সম্পর্কে বিচ্ছেদ হয়েছে আগেই। তা সত্ত্বেও প্রাক্তন স্বামীর শেষযাত্রায় চোখ ভেজে করিশ্মার। মন ভালো নেই তাঁর। প্রাক্তন স্বামীর মৃত্য়ুর ১৩ দিন পর প্রথম জন্মদিনও যেন রঙহীন। জীবনের বিশেষ দিনে ইনস্টাগ্রামে পুরনো ছবি পোস্ট করে বিশেষ বার্তা দিলেন করিনা। অভিনেত্রী এদিন ইনস্টাগ্রামে লেখেন, “কঠিন সময় দীর্ঘস্থায়ী হয় না। বিশ্বের শক্তিশালী এবং সেরা মেয়েটিকে জানাই এই বছরটি আমাদের জন্য খুবই কঠিন। কিন্তু তুমি নিশ্চয়ই জানো কঠিন সময় দীর্ঘস্থায়ী হয় না। শক্তিশালী দিদি, মা, প্রিয় বান্ধবী লোলোকে জানাই শুভ জন্মদিন।” গত ২০০৩ সালে সঞ্জয় কাপুরের সঙ্গে গাঁটছড়া বাঁধেন করিশ্মা। সামাইরা এবং কিয়ান, দুই সন্তানও রয়েছে তাঁর। ২০০৫ সালে জন্মগ্রহণ করে মেয়ে সামাইরা। ২০১১ সালে পুত্র কিয়ান। দুই ভাইবোনই এখন মা করিশ্মার সঙ্গে থাকে। করিশ্মার দাবি, বিবাহিত জীবন তেমন সুখের ছিল না। শোনা যায়, গার্হ্যস্থ হিংসারও নাকি শিকার হন তিনি। হাজারও তিক্ততা নিয়ে ২০১৪ সালে বিবাহবিচ্ছেদের মামলা করেন। ২০১৬ সালে বিবাহবিচ্ছেদের প্রক্রিয়া সম্পূর্ণ হয়। বিচ্ছেদের প্রায় ৯ বছর পর স্বামী সঞ্জয় কাপুরের মৃত্যু। জানা গিয়েছে, লন্ডনে পোলো খেলার সময় মুখে মৌমাছি ঢুকে গিয়ে হৃদরোগে মৃত্যু হয় তাঁর। আইনি নানা টানাপোড়েনের পর দিল্লিতে ফেরে তাঁর দেহ। তিক্ততা ভুলে শেষযাত্রায় ছুটে যান। সঙ্গী দুই সন্তান। প্রাক্তন স্বামীর মরদেহে ফুল অর্পণ করে শ্রদ্ধা জানান। এরপর স্মরণসভাতেও যোগ দেন। কঠিন সময়ে সারাক্ষণ করিশ্মার ছায়াসঙ্গী হয়ে থাকতে দেখা গিয়েছে সইফ ও করিনাকে। পাপ্পারাজ্জির ক্যামেরায় নাকি চোখে জলও দেখা গিয়েছিল ‘বেবো’র। কঠিন সময়ে জন্মদিনে করিশ্মাকে বিশেষ বার্তা করিনার।