যুদ্ধবিরতির পরেও ইরানকে হুমকি ট্রাম্পের

1748364990_P2025052706924

১২ দিন ধরে চলার পর যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইজরায়েল ও ইরান। এই যুদ্ধবিরতির কৃতিত্ব যে তাঁরই, সেই ইঙ্গিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই দিয়েছেন বারবার। কিন্তু যুদ্ধবিরতির পরেও ইরানকে হুমকি দিয়ে রাখলেন তিনি। তাঁর হুঁশিয়ারি, ইরান পারমাণবিক কেন্দ্র আবারও সক্রিয় করার চেষ্টা করলে হামলা চালানো হবে। সামরিক জোট ‘নেটো’র সম্মেলনে যোগ দিতে বর্তমানে নেদারল্যান্ড্‌সের দ্য হেগ শহরে রয়েছেন তিনি। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন হুঙ্কার ছেড়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের দাবি, আমেরিকার হামলার পরে ওই পরমাণুকেন্দ্রগুলির এমন অবস্থা হয়ে গিয়েছে যে সেগুলি পুনরায় তৈরি করা খুবই কঠিন। সম্প্রতি আমেরিকার গোয়েন্দা সংস্থার একটি গোপন প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে, মার্কিন হামলার পরে ইরানের পরমাণু কর্মসূচি মাত্র কয়েক মাস পিছিয়ে গিয়েছে। যদিও এই দাবির সঙ্গে সহমত নন ট্রাম্প। নেটো সম্মেলনের ফাঁকে বুধবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হন ট্রাম্প। মার্কিন গোয়েন্দাদের রিপোর্ট প্রসঙ্গে তিনি বলেন, “গোয়েন্দারা জানিয়েছেন, ওঁরা জানেন না। হামলার ফলে ক্ষয়ক্ষতি মারাত্মকও হতে পারে। এটাই গোয়েন্দারা জানিয়েছেন।” ট্রাম্পের দাবি, ইরানের পরমাণু কেন্দ্রে আমেরিকা যে হামলা চালিয়েছে তাতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের পরমাণু ঘাঁটি।
ইরান ফের পারমাণবিক কর্মকাণ্ড শুরু করলে আমেরিকা কি ফের হামলা করবে? প্রশ্নের জবাবে আমেরিকার প্রেসিডেন্ট বলেন, “নিশ্চয়ই হামলা করা হবে।” যদিও ইরানের আপাতত এমন কোনও পরিকল্পনা নেই বলেই অনুমান ট্রাম্পের। তাঁর বক্তব্য, এখনই হয়তো ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কথা ভাবছে না ইরান। এখন তারা এই ধাক্কা কাটিয়ে উঠতে চাইছে। ট্রাম্প বলেন, “আপনি কি মনে করেন এত কিছু হওয়ার পরেও ওরা বলবে, চলো একটা বোমা বানাই?” ইরান যে কোনও ভাবেই পরমাণু বোমা তৈরি করতে পারবে না, তা নিয়ে নিজের অবস্থান আগেও একাধিক বার স্পষ্ট করে দিয়েছেন ট্রাম্প। বুধবার তা নিয়ে আবার নিজের অবস্থান বুঝিয়ে দিলেন তিনি। ট্রাম্প বলেন, “ওরা বোমা বানাতে পারবে না। ইউরেনিয়াম সমৃদ্ধও করতে পারবে না।” ইরান-ইজ়রায়েলের মধ্যে সংঘর্ষবিরতি ‘ভাল ভাবেই চলছে’ বলে মনে করছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার ভোরে ইরানের তিন পরমাণুকেন্দ্রে আকাশ থেকে বোমাবর্ষণ করে আমেরিকার বোমারু বিমান। কিন্তু আমেরিকার এই অতর্কিত হামলায় কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের পরমাণুকেন্দ্রগুলি, সেই নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। এই সংক্রান্ত মার্কিন গোয়েন্দা সংস্থার একটি প্রাথমিক মূল্যায়নের রিপোর্ট প্রকাশ্যে এসেছে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম ওই রিপোর্টকে উল্লেখ করে জানায়, মার্কিন হামলায় সম্পূর্ণরূপে ধ্বংস হয়নি ইরানের পরমাণুকেন্দ্রগুলি। তাদের পরমাণু কর্মসূচি শুধু কয়েক মাস পিছিয়ে গিয়েছে মাত্র। মার্কিন গোয়েন্দাদের এই তথ্যের সঙ্গে একমত নন ট্রাম্প। সাফল্যের ঢাক পিটিয়ে তাঁর দাবি, ইরানের পারমাণবিক পরিকাঠামো ধ্বংসের পাশাপাশি যুদ্ধও বন্ধ করেছেন তিনি।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement