রথের আগে দিঘায় মুখ্যমন্ত্রী

West-Bengal-CM-Mamata-Banerjee-inaugurates-Digha-Jagannath-Temple-on-Wednesday.-Express

জগন্নাথ মন্দিরের প্রতিষ্ঠার পর দিঘায় প্রথম রথযাত্রা উৎসব হতে চলেছে। ঠিক তার আগেই রথযাত্রা উপলক্ষে দিঘায় পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার রথের রশিতে টান দিয়ে রথযাত্রার সূচনা করবেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই সাজ সাজ রব দিঘাজুড়ে। পুরো বিষয়টি তদারকির জন্য বুধবারই সেখানে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। অক্ষয় তৃতীয়ায় দিঘায় দ্বারোদ্ঘাটন হয় দিঘার জগন্নাথ মন্দিরের। এবছরই প্রথমবার সেখানে রথযাত্রার উৎসব উদযাপিত হবে। রথযাত্রা নিয়ে নবান্ন সভাঘরে বৈঠকও করেন মুখ্যমন্ত্রী। উপস্থিত ছিলেন মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, বিভিন্ন দফতরের সচিব-সহ জেলাশাসক, পুলিশ সুপাররা।বুধবার দুপুরে রওনা হন দিঘার উদ্দেশ্যে। বিকেলেই পৌঁছে যান দিঘায়। রথযাত্রা উপলক্ষ্যে সবকিছু দেখভালের জন্য তিনি নিজেই বুধবার দিঘায় পৌঁছে যান। সৈকত নগরীতে প্রবেশের আগে রাস্তায় দাঁড়ানো কর্মী সমর্থক ও সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ সারেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দিঘায় প্রবেশ করার তাঁকে স্বাগত জানাতে রাস্তার দুই ধারে প্রচুর কর্মী-সমর্থক ও সাধারণ মানুষ জড়ো হন। তা দেখে কাঁথি ৩ পঞ্চায়েত সমিতির সামনে গাড়ি দাঁড় করান তৃণমূল সুপ্রিমো। কর্মীদের সঙ্গে দেখা করেন। তারপর কাঁথি সেন্ট্রাল বাসস্ট্যান্ডে মুখ্যমন্ত্রী গাড়ি থেকে নেমে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। এক সময় দেখা যায় এক বৃদ্ধার সঙ্গে কথা বলছেন তিনি। স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রীকে হাতের কাছে পেয়ে উচ্ছ্বসিত হয়ে পড়ে জনতা। জনসংযোগের মাঝে মারিশদা থানায় থানায় যান মুখ্যমন্ত্রী। পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলেন তিনি। গত ৩০ এপ্রিল উদ্বোধনের পর থেকে প্রতিদিনই ভিড় হচ্ছে। রথযাত্রা উপলক্ষে ভিড় বাড়বে বলে মনে করছে প্রশাসন। সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য অরূপ বিশ্বাস, সুজিত বসু-সহ ৫ জন মন্ত্রীকে দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী। এর আগে স্নান যাত্রা উপলক্ষে সেজে উঠেছিল সৈকত নগরী। শাস্ত্র মতে, এই দিনই আবির্ভূত হয়েছিলেন জগন্নাথ দেব। এই স্নানযাত্রার পরই ১৫ দিন অন্তরালে থাকেন জগন্নাথ দেব। এরপর রথের আগে ভক্তদের সামনে আসেন নব যৌবন বেশে। ১১ জুন এই স্নানযাত্রা উপলক্ষে দিঘার জগন্নাথ মন্দিরে সকাল থেকে শুরু হয়েছে ভক্তদের সমাগম। প্রথম বছর হলেও সব নিয়ম মেনে করা হয় বিশেষ আয়োজন। রীতিমেনে পহন্ডির মাধ্যমে জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে মন্দির থেকে এনে পাশে স্নানের জন্য অস্থায়ীভাবে তৈরি একটি জায়গায় নিয়ে যাওয়া হয়। ফল-ফুলের বিশেষ সাজে সাজোনো হয়। বিভিন্ন তীর্থ ক্ষেত্র থেকে আনা ১০৮ কলস জল, দুধ, ডাবের জল দিয়ে স্নান করানো হয় জগন্নাথদেবকে।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement