কালিগঞ্জে নির্বাচনে তৃণমূলে জয়ের পর বিজয় উল্লাস থেকে বোমার আঘাতে বাম সমর্থক এক নাবালিকার মৃত্যুর ঘটনায় ক্ষোভ ছড়িয়েছে রাজনৈতিক মহলে। ইতিমধ্যে বামেদের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল করা হয়। এই ঘটনায় তীব্র ধিক্কার জানিয়ে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম সাংবাদিক বৈঠকে বলেন, পুলিশ তৃণমূলের দালাল হয়ে গেছে, দলদাস তৈরী করা হয়েছে। এই ঘটনার প্রতিবাদে আগামী ২৮ তারিখ কালীগঞ্জে প্রতিবাদ সমাবেশ হবে। একইসঙ্গে সারা রাজ্যজুড়ে প্রতিবাদ কর্মসূচি হবে বলে তিনি জানান।
একইসঙ্গে বলেন, এই ঘটনায় জড়িতদের পুলিশ অবিলম্বে গ্রেফতার করুক। বিজেপি নির্বাচনের ব্লু প্রিন্ট তৈরী করে শুধু মাত্র সেকু মাকুদের শেষ করার জন্য। বিজেপি ত্রিপুরায় যা করছে ঠিক বাংলায় সেই কাজ করছে। প্রত্যেক নির্বাচনের আগে পুলিশ রাউন্ড দেয় আর বিরোধীদের গ্রেফতার করে। তাহলে গণতন্ত্র কোথায়?
সেলিম জানান, ধর্মের রাজনীতি হচ্ছে দুই দল এই কাজ করছে। ১০০ দিনের কাজ দিতে পারে না কেন্দ্র রাজ্য দুই সরকার কিন্তু মানুষকে খেতে দিতে পারে না। বিজেপি আর তৃণমূল দুই সাপ্লিমেন্টারি, কমপ্লিমেন্টারি।
বিভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের হেনস্থা করা হচ্ছে সেই বিষয়ে তিনি বলেন, মমতা বন্দোপাধ্যায়ের এতদিনে হুঁশ ফিরল? রাজ্যের শ্রমিকদের সুরক্ষা নেই সেই বিষয়ে বিধানসভায় প্রশ্ন করা হয়না। একই ভাবে রাজ্যের বিভিন্ন জেলায় শ্রমিকদের হেনস্থা করা হচ্ছে তাহলে কেন ব্যবস্থা নেওয়া হয়নি? দুই সরকার যে যার মতো খেলছে। আরএস এস বিভিন্ন কর্মসূচি নিয়ে হিন্দু মুসলিম ভাগ করছে। রোমান সাম্রাজ্যের মতো এই সরকারের পতন ঘটবে। তিনি উল্লেখ করেন, ১০০ দিনের কাজের দাবিতে আইন মেনে আন্দোলন চলবে। সুষ্ঠ নিয়োগ যাতে হয় সেই নির্দেশিকা আদালত দিলেও এই সরকার আইন মানে না। একইসঙ্গে তিনি দাবি করেন, চটি মুক্ত নির্ভুল ভোটার তালিকা চাই। রেলের ভাড়া বৃদ্ধি প্রসঙ্গ উল্লেখ করে তিনি জানান, আগামী দিনে বামেদের পক্ষ থেকে রেলের বিরুদ্ধে আন্দোলন করা হবে। আগামী ৯ জুলাই দেশ ব্যাপী ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।