মুম্বই: সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক নিয়ে জল্পনা কম হয়নি। আয়ুষ্মান খুরানার নাম শোনা গিয়েছিল। শেষ অবধি ঘোষণা হয়ে গিয়েছে এই বায়োপিকে দেখা যাবে রাজকুমার রাও-কে। রাজকুমার বলিউডে দারুণ কাজ করছেন। দর্শকের ভালোবাসা পাচ্ছেন তিনি। রাজকুমার অভিনীত ‘স্ত্রী টু’ ব্লকবাস্টার হয়েছে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছেন নায়ক। তিনি দারুণ অভিনেতা হলেও, ক্রিকেট খেলার খুঁটিনাটি, সৌরভের স্টাইল সব কিছুই রপ্ত করার ব্যাপার রয়েছে। কোনও রকম রাখঢাক না করে রাজকুমার স্বীকার করে নিলেন, এই চরিত্র ফুটিয়ে তোলার মতো গুরুদায়িত্ব তাঁর কাঁধে আসার পর নার্ভাস অনুভব করছেন। রাজকুমারের কথায়, ”আমি নার্ভাস। এটা অনেক বড় দায়িত্ব। তবে এই কাজটা করতে গিয়ে যে অনেক মজা পাবো, সেটা বুঝতে পারছি।” ব্যক্তিগত জীবনে রাজকুমারের স্ত্রী পত্রলেখা বাংলা ভাষা জানেন। আবার ছবিতে ডোনা গঙ্গোপাধ্যায়ের চরিত্রে দেখা যাবে নায়িকা মিমি চক্রবর্তীকে, তা নাকি চূড়ান্ত হয়ে গিয়েছে। যদিও প্রযোজক, পরিচালক বা নায়িকার তরফে এই ব্যাপারে কোনও ঘোষণা করা হয়নি। লক্ষণীয় রাজকুমার বা মিমি কারও সঙ্গেই সৌরভ বা ডোনা গঙ্গোপাধ্যায়ের চেহারাগত মিল যে খুব চোখে পড়ে, তা নয়। রাজকুমার-মিমি জুটির দিকে যে নজর থাকবে সিনেমাপ্রেমীদের, তা নিয়ে সংশয় নেই। শহরের একটা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পুরস্কার দিতে মঞ্চে ছিলেন রাজকুমার রাও। সেই সময় মিমি চক্রবর্তীও ছিলেন মঞ্চে। তখন দু’ জনকে পাশাপাশি দেখা গিয়েছিল। জুটি হিসাবে তাঁদের কেমন লাগবে, সেটা সৌরভের অনুরাগীরা বুঝে নেওয়ার চেষ্টা করছেন, সেদিনের ছবি দেখেই। সব কিছু ঠিক থাকলে, আগামী বছরের গোড়ায় এই ছবিটির শুটিং শুরু হতে পারে, তেমনই খবর।