দিনহাটা: দুই দিনে দিনহাটা দুই ব্লকের চারটি গ্রাম পঞ্চায়েতে বেশ কয়েকটি রাস্তার কাজের সূচনা হল। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থানুকূল্যে দিনহাটা ২ ব্লকের শুকারুরকুঠি ও নয়ারহাট গ্রাম পঞ্চায়েত এলাকায় রবিবার একাধিক জায়গায় কাজের সূচনা করলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। পাশাপাশি, শনিবার দিনহাটা ২ ব্লকের বড়শাকদল ও সাহেবগঞ্জ অঞ্চলে পাচটি রাস্তা নির্মাণের পাশাপাশি পুকুরের গার্ড ওয়াল নির্মাণের কাজের সূচনা করেন মন্ত্রী। গত দুই দিনে রাস্তার কাজের সূচনা লগ্নের ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী উদয়ন গুহ ছাড়াও জেলা পরিষদের সদস্য মুক্তি রায়, তৃণমূলের ব্লক সভাপতি দীপক কুমার ভট্টাচার্য, শুকারুরকুঠি গ্রাম পঞ্চায়েত প্রধান ভারতীয় সেন, নয়ারহাট গ্রাম পঞ্চায়েত প্রধান মহেশচন্দ্র বর্মন, উপপ্রধান পিন্টু হক, বড়শাকদল গ্রাম পঞ্চায়েতের প্রধান ভবেন চন্দ্র বর্মন, সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েত প্রধান অভিজিৎ বর্মন সহ অনেকেই। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থায়নে প্রায় কোটি টাকারও বেশি অর্থে গ্রামীন এলাকায় এই উন্নয়নমূলক কাজের সূচনা করা হয় এদিন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে মানুষের পাশে সব সময় রয়েছেন তাই তিনি মানুষের কথা চিন্তা করেন।একদিকে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর অন্যদিকে পঞ্চায়েত দপ্তর সহ বিভিন্ন দপ্তরের উদ্যোগে গ্রামীন এলাকায় রাস্তাঘাটে নির্মাণ করা হচ্ছে বলে জানা গেছে। এদিকে পৃথক দুটি জায়গায় অনুষ্ঠানের মধ্য দিয়ে রাস্তার কাজের সুচনা করায় ওই এলাকার বাসিন্দারা অত্যন্ত খুশি। মন্ত্রী উল্লেখ করেন বেহাল এই রাস্তা গুলি সংস্কারের ক্ষেত্রে মানুষের অনেকটাই সুবিধা হবে।