দিনহাটায় ধিক্কার মিছিল করল এসইউসিআই

IMG-20250624-WA0059

দিনহাটা: ইরানের উপরে মার্কিনী হামলার প্রতিবাদে এবং হামলা বন্ধ করতে দিনহাটায় ধিক্কার মিছিল করল এসইউসিআই। শহরের টেলিফোন এক্সচেঞ্জ রোড এলাকায় দলের মহকুমা কার্যালয় থেকে সোমবার বিকালে এই মিছিল বের হয়ে শহর পরিক্রমা করে। এদিন এই ধিক্কার মিছিল শহর পরিক্রমা কালে উপস্থিত ছিলেন পুলিন চন্দ্র রায়, প্রদীপ রায়, তারাকান্ত রায়, অনিমেষ দাস, জ্যোৎস্না খাতুন প্রমূখ। দলীয় নেতৃত্ব জানিয়েছেন, ইরানে মার্কিন হামলায় বহু মানুষের প্রাণহানি হচ্ছে। যুদ্ধ বন্ধ করে শান্তির বার্তা ছড়িয়ে দিতেই এদিন এই মিছিল।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement