ফুলবাড়িতে বিক্ষোভ করা ট্রাক চালকদের আটক সীমান্ত উত্তেজনা

IMG-20250623-WA0049

ফুলবাড়ি: ফুলবাড়িতে বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে বিক্ষোভ করা ট্রাক চালকদের আটক করলো সীমান্ত রক্ষী বাহিনী। বহুদিন ধরেই তারা বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে বিক্ষোভ করছিল। জানিয়েছিল তাদের কাছ থেকে টাকা চাওয়া হচ্ছে। বিভিন্ন রকমের ট্যাক্সের আওতায় ফেলে দেওয়া হচ্ছে তাদের। তারা জানিয়েছে সন্ধ্যাবেলার দিকে তাদেরকে ডেকে এনে হুমকি দেওয়া হচ্ছে। তাদের পরিবারের উপরও বিভিন্নভাবে চাপ চলে আসছে। পরিবার সমেত তাদের আটকে রাখা হবে বলে জানিয়েছে সীমান্ত রক্ষী বাহিনী। অন্যায় ভাবে তাদের কাছ থেকে টাকা চাওয়া ছাড়াও বিভিন্ন দাবি মানতে বাধ্য করা হচ্ছে তাদের। তা সত্ত্বেও তারা কাজ করে যাচ্ছেন, মাস তিন এক ধরে চলছে এই ধরনের উত্তেজনা। ট্রাক চালকেরা আরো দাবি করেছেন, যদি তাদের নিরাপত্তার আশ্বাস না দেওয়া হয় তবে তারা ওই লাইন দিয়ে কাজ করা বন্ধ করে দেবে। বিভিন্ন উপায় অবলম্বন করে তাদের উপরে অনার যেভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে এই দাবি ট্রাক চালকদের। আজকে বিক্ষোভ যখন চরম এ পৌঁছায় তখনই পুলিশ এবং নিরাপত্তারক্ষী আটকে রাখে তাদের। আটকে রাখা হয় তাদের পরিবারকেও।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement