শিলিগুড়ি: বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের উপর হামলার প্রতিবাদে আজ শিলিগুড়িতে পথ অবরোধ করলো বিজেপির অদস্য এবং সমর্থকেরা। আজ শিলিগুড়ির সফদার হাশমি চকে বিজেপির তরফ থেকে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। শিলিগুড়িতে বিজেপির তরফ থেকে নান্টু পাল এবং রাজু সাহা জানালেন তৃণমূল কংগ্রেসের প্রশ্রয় নিয়ে রাত জে এইসব ঘটনা ঘটে চলেছে। প্রায় প্রতিদিনই ঘটছে এই ঘটনা, আমরাই নিরাপত্তা পাই না, সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে কি কথা বলব? আগামী বছর বিধানসভা নির্বাচন, তৃণমূল কংগ্রেস রাজ্যে হয় দেখিয়ে চলতে চাইছে। যেটা কিছুতেই হতে দেব না আমরা, এদিন গোটা সাফদার হাশমি চকে বিজেপির সমর্থকরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। উপস্থিত ছিলেন বিজেপির মহিলা সমর্থকদেরাও। বিজেপি নেতা নান্টু পাল জানালেন অবিলম্বে যদি প্রশাসনের তরফ থেকে কোন ব্যবস্থা না নেওয়া হয় তবে আমরা আরও বড় আন্দোলনের দিকে পৌঁছে যাব।