নববারাকপুর: গ্রীষ্মকালীন রক্ত সংকটে মোচনে স্বেচ্ছাসেবী সংগঠনের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা পালনে মানব সেবায় পাশে দাড়াল পুলিশও। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপালের নির্দেশে প্রতিটি থানায় মাঝে মধ্যে চলছে রক্তদান শিবির। বুধবার সকালে নিউ বারাকপুর থানার উদ্যোগে সাজিরহাট সোদপুর রোডে শীতাতপ নিয়ন্ত্রিত মায়া কাফে ব্যাঙ্কোয়েট হলে অনুষ্ঠিত হল রক্তদান শিবির। ব্যারাকপুর মহকুমার বি এন বোস হাসপাতাল ব্লাড ব্যাঙ্কের সহযোগিতায় শিবিরে ৪১ জন রক্তদান করেন এদিন। ২০ জন থানার পুলিশ এবং বাকি সাধারণ মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন। প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে ও রক্তদান শিবির ঘিরে একটা উৎসবের চেহারা নেয়। রক্তদাতাদের উৎসাহিত করতে শিবিরে উপস্থিত ছিলেন ব্যারাকপুর ডিসিপি সেন্ট্রাল ইন্দ্র বদন ঝা এবং ঘোলা এসিপি তনয় চ্যাটার্জি, তারা নিজেরাও রক্ত দেন। রক্তদাতাদের গোলাপ ফুল ও স্মারক প্রদান করে তাদের উৎসাহিত করেন। থানার পুলিশ, সিভিক ভলান্টিয়ার রাও রক্ত দিলেন। ছিলেন বিলকান্দা ২ নং গ্রাম পঞ্চায়েত প্রধান দীপা পাইক, জনস্বাস্থ্য ও পরিবেশ কর্মাধ্যক্ষ সজল দাস, সোদপুর সাব ট্রাফিক গার্ডের ওসি কুমারেশ ঘোষ সহ পঞ্চায়েত সদস্যরা ও বেশ কিছু সাংবাদিক। সমগ্র শিবিরটি পরিচালনা করেন নিউ বারাকপুর থানার আইসি সুমিত কুমার বৈদ্য।