কামাখ্যাগুড়ি: কুমারগ্রামের মধ্য হলদিবাড়ি এলাকায় বাড়ি থেকে এক নাবালিকার ঝুলন্ত দেহ উদ্ধার হল। ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, মৃতার নাম শুভমায়া বর্মন(১৩)। বৃহস্পতিবার আলিপুরদুয়ার জেলা হাসপাতালে দেহের ময়নাতদন্ত হয়েছে। ওই নাবালিকা মধ্য হলদিবাড়ি মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল। বুধবার সন্ধ্যা নাগাদ তাকে ঘরের দরজা ভেঙে ঝুলন্ত অবস্থা থেকে উদ্ধার করা হয়। এরপর শুভমায়াকে কুমারগ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে আনা হয়। সেখান থেকে তাকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে রেফার করে দেওয়া হয়। জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই শুভমায়ার মৃত্যু হয়েছে, এমনটাই জানিয়েছেন পরিবারের সদস্যরা। এই ঘটনার জেরে শোকের ছায়া নেমে এসেছে গ্রামে। কুমারগ্রাম থানার পুলিশ জানিয়েছে, একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।