ভারতীয় দলের হয়ে আমেরিকায় খেলতে যাচ্ছে দিনহাটার সৌরভ

1750424696642

দিনহাটা: ভারতীয় দলের হয়ে আমেরিকায় খেলতে যাচ্ছে দিনহাটা সৌরভ সাহা। দিনহাটা শহরের ১৬ নম্বর ওয়ার্ডের সৌরভদের বাড়ি। ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি যথেষ্ট আগ্রহ ছিল সৌরভের। দেশের হয়ে ভারতীয় দলের প্রতিনিধিত্ব করার সুযোগ পাওয়ায় বেজায় খুশি সৌরভের পরিবারের পাশাপাশি দিনহাটার ক্রীড়া প্রেমী মহল। জানা গিয়েছে, আগামী ২৭শে জুন সৌরভ ভারতীয় দলের সাথে আমেরিকার উদ্দেশ্যে রওনা হবে। বিশ্ব পুলিশ অ্যাথলেটিক মিটে ভারতীয় দলের হয়ে সৌরভ ১০০ মিটার রিলে দলে জায়গা করে নিয়েছে। বিশ্ব পুলিশ অ্যাথলেটিকে দিনহাটার সৌরভ ভারতীয় দলে জায়গা করে নেওয়ায় খুশি দিনহাটার ক্রীড়া প্রেমী মহল। দিনহাটা ভেটারেন্স স্পোর্টস এন্ড ফিটনেস ক্লাবের সম্পাদক চন্দন সেনগুপ্ত, দিলীপ দে জানিয়েছেন, বিশ্ব পুলিশ অ্যাথলেটিক মিটে দিনহাটার সৌরভ ভারতীয় দলে জায়গা করে নেওয়ায় খুব ভাল লাগছে। ও দেশের মুখকে উজ্জ্বল করবে। আগামী আটই জুলাই ভারতীয় দল ফিরবে। দলের সাফল্য এবং সৌরভ সাফল্য পেলে ও ফিরে এলে ওকে সংবর্ধনা দেওয়া হবে।সংস্থার কর্ণধার দিনহাটা পৌরসভার চেয়ারম্যান অপর্ণা দে নন্দী বলেন, বিশ্ব পুলিশ অ্যাথলেটিক্সে দিনহাটা শহরের ১৬ নম্বর ওয়ার্ডের সৌরভ সাহা ভারতীয় দলের হয়ে খেলার সুযোগ পায় এটা আমাদের কাছে গর্বের। ওর চেষ্টাই ওকে আরো অনেক উঁচু জায়গায় পৌঁছে দেবে।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement