শিলিগুড়ি: শিলিগুড়িতে ৩০০ গ্রাম ব্রাউন সুগার সহ গ্রেফতার তিন ব্যক্তি। এই তিন ব্যক্তির বাড়ি শিলিগুড়ির ফাঁসি দেওয়ায়। শিলিগুড়িতে তারা প্রধান নগরে তাদের এই কারবার চালাচ্ছিল। বহুদিন ধরে তাদের খুঁজছিল পুলিশ। শিলিগুড়ির প্রধান নগরে তারা বাড়ি ভাড়া করে তাদের এই কারবার চালাত। তাদের বিরুদ্ধে এর আগেও বহু অপরাধ প্রমাণিত হয়েছিল। যদিও তারা ছাড়া পেয়ে যায় উপযুক্ত প্রমাণের অভাবে। শিলিগুড়ির প্রধান নগর এবং তিন বাতি এলাকায় তারা দাপটের সাথে এই কাজ কারবার চালাতো। এলাকার বেশকিছু বেকার যুবকদের তারা নিযুক্ত করেছিল এই কাজের সাথে। মোটা টাকার বিনিময় এবং নানা ধরনের প্রলোভন দেখিয়ে তারা ছেলেদের দিয়ে এই ধরনের কাজ করা তো। পুলিশ এই তিনজনকেই আটক করে। আপাতত তাদের শিলিগুড়ি আদালতে আগামীকাল তোলা হবে বলে খবর পাওয়া গেছে। গত কয়েকদিনে শিলিগুড়িতে নিয়ে তিন জায়গায় ব্রাউন সুগার সহ আটক করা হয়েছে কয়েকজন ব্যক্তিকে। এরা সকলেই কুখ্যাত অপরাধী। এদের নামে বহু অপরাধ মূলক কার্যকলাপের প্রমাণ আছে।