নস্টালজিক হয়ে পড়ল টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা

IMG-20250618-WA0050

লিডস: শুক্রবার থেকে শুরু ভারত-ইংল্যান্ড প্রথম টেস্ট। লন্ডন থেকে লিডসের উদ্দেশে রওনা দিল ভারতীয় দল। যাত্রাপথে নস্টালজিক হয়ে পড়েন টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা। ছোটবেলায় ভারতের মধ্যে ট্রেনে ঘোরার স্মৃতিচারণ করেন। নিজেদের এক্স হ্যান্ডেলে একটি ২ মিনিটের ভিডিও পোস্ট করে বিসিসিআই। কফি কাপ হাতে টিম হোটেলে ছাড়তে দেখা যায় টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের। ফ্যানদের আবদারে সেলফির জন্য পোজও দেয় তাঁরা। ওয়াশিংটন সুন্দরকে ক্যামেরার পেছন থেকে একজন বলেন, ‘চুলটা ঠিক করো, এক হাত দিয়ে। শট এসে গিয়েছে।’ ট্রেনে যাত্রা করার সময় পুরোনো দিনের কথা মনে পড়ে যায় ধ্রুব জুরেলের। তিনি বলেন, ‘আমি যখন খুব ছোট, আমার বাবা হিমাচল প্রদেশের ধর্মশালায় চাকরি করত। যাত্রাপথ খুব সুন্দর ছিল। পাহাড় এবং সুন্দর দৃশ্য ছিল। আমি খুব উত্তেজিত হয়ে পড়তাম। আমি উইন্ডো সিটে বসে দৃশ্য উপভোগ করতাম।’ স্মৃতি রোমন্থন করেন সাই সুদর্শনও। জানান, ট্রেনে চেপেই ক্রিকেট শিবিরে যোগ দিতে যেতেন তিনি। সাই বলেন, ‘ছোটবেলায় আমি সবসময় ট্রেনে যাতায়াত করতাম। চিপকে আমাদের অনূর্ধ্ব-১২, ১৪ শিবির হত।’ মুম্বইয়ের লোকাল ট্রেনে যাতায়াতের অভিজ্ঞতা ভাগ করে নেন শার্দূল ঠাকুর। জানান, ট্রেনে করেই তিনি প্র্যাকটিসে যেতেন। জানলার পাশে বসা কেএল রাহুলের ছবি তুলতে দেখা যায় টিম ইন্ডিয়ার বোলিং কোচকে। ভিডিও শেষ হয় কুলদীপ যাদবের বার্তা দিয়ে। লিডসে সবাইকে স্বাগত জানান রিস্ট স্পিনার।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement