ভারতীয়দের দ্রুত তেহরান ছাড়ার পরামর্শ নয়াদিল্লির

IMG-20250617-WA0013

ইজরায়েল-ইরানের মধ্যে সংঘাত ক্রমশ তীব্রতর হচ্ছে। হামলা ও পাল্টা হামলায় রোজই বাড়ছে ক্ষয়ক্ষতির পরিমাণ। সেইসঙ্গে প্রাণহানির খবরও সামনে আসছে। এই আবহে ইরানে বসবাসকারী ভারতীয়দের তেহরান ছাড়ার পরামর্শ দিল ভারত। ইজরায়েল-ইরান সংঘাতের আবহে তেহরান থেকে ইতিমধ্যেই ভারতীয় পড়ুয়াদের সরানোর কাজ শুরু হয়েছে। আর বাকিদেরও অবিলম্বে তেহরান ছাড়ার পরামর্শ দিয়েছে ভারতীয় বিদেশ মন্ত্রক। মঙ্গলবার বিদেশ মন্ত্রকের তরফে ইরানে বসবাস সংক্রান্ত নয়া নির্দেশিকা প্রকাশ করা হয়। জানানো হয় যে, তেহরানের ভারতীয় দূতাবাসের সহায়তায় ওই শহর থেকে ভারতীয় পড়ুয়াদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। যাঁদের পক্ষে সম্ভব, তাঁদের বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে সত্বর তেহরান ছাড়ার পরামর্শ দেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যে সংঘাত থামার কোনও লক্ষণই দেখা যাচ্ছে না। বরং ক্রমেই জটিল হচ্ছে পরিস্থিতি। লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে মৃত্যু সংখ্যা। ইরানের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, সংঘাত শুরুর হওয়ার পর থেকে কমপক্ষে ২২৪ জন নিহত হয়েছেন। বেশিরভাগই অসামরিক নাগরিক। জানা গিয়েছে, ইজরায়েল ইরানের বেশ কয়েকটি অসামরিক স্থানে হামলা চালিয়েছে। একটি হাসপাতাল এবং একটি সরকারি টিভি চ্যানেলের ভবনে হামলা চালানো হয়েছে। এই পরিস্থিতিতে ইরানে অবস্থিত ভারতীয়দের সে দেশ দ্রুত ছাড়ার নির্দেশ জারি করা হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, সকল ভারতীয় নাগরিক এবং পিআইও যারা তেহরানের বাইরে যেতে পারেন, তাদের শহরের বাইরে নিরাপদ স্থানে চলে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। তেহরানে থাকা এবং দূতাবাসের সঙ্গে যোগাযোগ না করা সকল ভারতীয় নাগরিকদের অবিলম্বে তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাসে যোগাযোগ করতে এবং তাদের অবস্থান এবং যোগাযোগের নম্বর প্রদান করতে অনুরোধ করা হচ্ছে। ইরানের বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে, ইরানে অবস্থিত সমস্ত ভারতীয় নাগরিক এবং ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিদের সতর্ক থাকার, দূতাবাসের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলি অনুসরণ করার এবং স্থানীয় কর্তৃপক্ষের পরামর্শ অনুসারে সুরক্ষা প্রোটোকল অনুসরণ করার জন্য অনুরোধ করা হচ্ছে।ইতিমধ্যেই ভারতীয় দূতাবাসের তরফে তিনটি হেল্পলাইন নম্বর দেওয়া হয়েছে। নম্বরগুলি হল +৯৮ ৯০১০১৪৪৫৫৭, +৯৮ ৯১২৮১০৯১১৫ +৯৮ ৯১২৮১০৯১৯০। যে কোনও পরিস্থিতিতে ওই নম্বরগুলিতে ফোন করতে বলা হয়েছে। তেহরানে কোনও ভারতীয় থেকে থাকলে, তাঁকে তাঁর অবস্থান জানাতে বলা হয়েছে।ইরানে পড়াশোনার জন্য থাকেন প্রায় ১০ হাজার ভারতীয় পড়ুয়া। কর্মসূত্রে থাকেন বহু অনাবাসী ভারতীয়ও। ইরান-ইজ়রায়েল সংঘাত শুরু হওয়ার পরেই তেহরানে একাধিক বার ক্ষেপণাস্ত্র হানা হয়েছে। রবিবার রাতে তেহরান ইউনিভার্সিটি অফ মেডিক্যাল সায়েন্সের পড়ুয়াদের হস্টেলের খুব কাছে ক্ষেপণাস্ত্র হামলা হয়। আহত হন দুই ভারতীয় পড়ুয়া। তবে তাঁদের আঘাত তেমন গুরুতর নয় বলে জানা গিয়েছে। তার পর থেকেই তাঁদের উদ্ধার করার জন্য ভারতীয় দূতাবাসের কাছে আর্জি জানাচ্ছিলেন ওই পড়ুয়ারা।সোমবারই ওই পড়ুয়াদের নিরাপদে ভারতে ফেরত পাঠানোর জন্য তেহরানের কাছে আর্জি জানিয়েছিল নয়াদিল্লি। প্রত্যুত্তরে ইরান জানায়, আকাশপথ বন্ধ থাকায় আপাতত বিমানে ভারতে যাওয়ার উপায় নেই। তবে স্থলবন্দর দিয়ে ইরান ছাড়তে পারবেন ভারতীয় পড়ুয়ারা। কেন্দ্রের একটি সূত্র মারফত জানা গিয়েছে, প্রথম দফায় ১১০ জন ভারতীয়কে ইরান থেকে সরিয়ে এনে আর্মেনিয়ায় নিয়ে আসা হয়েছে। সেখান থেকে তাঁদের স্থলপথে ভারতে আনা হবে। এই অবস্থায় ভাকি ভারতীয়দেরও দ্রুত তেহরান ছাড়ার পরামর্শ দিয়েছে বিদেশমন্ত্রক।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement