৫০ কোটিতে গড়া হচ্ছে ‘বারাণসী’! মহেশ বাবু-প্রিয়াঙ্কাকে নিয়ে রাজামৌলির ছবি

IMG-20250618-WA0019

মুম্বই: ‘আরআরআর’-এর বিশ্বজোড়া সাফল্যের পর আবার বাজিমাৎ করতে চলেছেন এস এস রাজামৌলি! এবার তাঁর পরবর্তী ধামাকা ‘এসএসএমবি২৯’—যেখানে একসঙ্গে জুটি বাঁধছেন মহেশ বাবু, প্রিয়াঙ্কা চোপড়া জোনাস আর পৃথ্বীরাজ সুকুমারন। এই প্রকল্প একেবারেই সাধারণ নয়, বরং রাজামৌলির স্বপ্নের ক্যানভাসে আঁকা এক ভিস্যুয়াল ব্লকবাস্টার হতে চলেছে বলেই খবর।খবর, ইতিমধ্যেই দু’টি বড়সড় শুটিং শিডিউল শেষ হয়েছে। এখন চলছে তৃতীয় শিডিউলের তোড়জোড়, আর সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ—বারাণসীর সেট! তবে বাস্তব বারাণসীতে নয়, হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটিতেই গড়ে তোলা হচ্ছে বিশালাকায় ‘বারাণসী’, তাও প্রায় ৫০ কোটি টাকা খরচ করে! কারণ? নির্মাতাদের মতে, ভিড়ে ঠাসা বারাণসীর মত শহরে এরকম তারকাদের শুটিং করা একেবারে অসম্ভব।এই বিশাল সেটে শুট হবে একাধিক অ্যাকশন সিকোয়েন্স। আর রাজামৌলির ট্রেডমার্ক ভিএফএক্স, গ্রিন স্ক্রিন এবং হলিউডি টেকনোলজি তো থাকবেই। একাধিক নামজাদা আন্তর্জাতিক গ্রাফিক্স স্টুডিও এই প্রকল্পে যুক্ত হয়েছে। গোটা ছবির বাজেটের একটা বড় অংশই গ্রাফিক্সের পেছনে খরচ করা হচ্ছে বলে খবর।এছাড়াও, ইতিমধ্যেই ওড়িশায় শুটিং শেষ হয়েছে। এখন টিম প্রস্তুত হচ্ছে আন্তর্জাতিক শিডিউল-এর জন্য। জুলাই মাসে শুটিং হবে কেনিয়ায়। প্রাকৃতিক জঙ্গলের পটভূমিতে শ্যুট হবে মহেশ বাবু আর প্রিয়াঙ্কার গুরুত্বপূর্ণ দৃশ্য।আর এই ছবি ঘিরে অন্যতম বড় আকর্ষণ হল প্রিয়াঙ্কা চোপড়া জোনাসের ছয় বছর পর ভারতীয় সিনেমায় প্রত্যাবর্তন! ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ (২০১৯)-এর পর প্রিয়াঙ্কাকে বড়পর্দায় দেখা যায়নি। আর সেই কামব্যাক যদি হয় রাজামৌলির সিনেমায়, তাহলে তার প্রতি আগ্রহ তুঙ্গে ওঠাটাই স্বাভাবিক।রাজামৌলি মানেই চমক। আর ‘এসএসএমবি২৯’ হতে চলেছে সেই চমকের সর্বোচ্চ মাত্রা!

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement