মুম্বই: ৫৭ বছরে পদার্পণ করলেন বলি অভিনেতা গোবিন্দার স্ত্রী সুনীতা আহুজা। এই বিশেষ দিনে মধ্যপ্রদেশের উজ্জয়নীর কালভৈরব মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন সুনীতা। একটি সবুজ রঙের সালোয়ার কামিজ পরে একাই মন্দিরে বসে প্রার্থনা করতে দেখা যায় তাঁকে। এদিনও স্ত্রীর পাশে ছিলেন না গোবিন্দা? সুনীতার ছবি নেটমাধ্যমে ছড়াতেই উঠছে প্রশ্ন।গোবিন্দা ও সুনীতার দাম্পত্যে নাকি ভাঙন ধরেছে! এমন গুঞ্জন রটেছিল বলিপাড়ার অন্দরে। তবে এই খবরকে ভুয়ো বলে দাবি করেন সুনীতা। জানান, গোবিন্দার সঙ্গে তাঁর সম্পর্ক অটুট। কোনও তৃতীয় ব্যক্তি কিংবা অন্য কোনও কারণে কখনওই গোবিন্দাকে ছেড়ে যাবেন না তিনি। এবার গোবিন্দার পদবী ব্যবহার করা নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসলেন গোবিন্দা-পত্নী। গোবিন্দা নিজের পদবী ব্যবহার না করলেও স্ত্রী সুনীতা বরাবরই নামের সঙ্গে ‘আহুজা’ পদবী ব্যবহার করেন। তবে সম্প্রতি সমাজমাধ্যমে তিনি নিজের নাম থেকে ‘আহুজা’ পদবী সরিয়েছেন। কিন্তু কেন? এই প্রসঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেন, “নিজের ইচ্ছায় গোবিন্দাকে ভালবেসে বিয়ে করেছিলাম। ওঁর পদবীও নিজের ইচ্ছায় ব্যবহার করি। সারা জীবন ব্যবহার করব। কারণ, এটা আমার কাছে গর্বের। একমাত্র যেদিন এই পৃথিবী ছেড়ে চলে যাব, সেদিন গোবিন্দার পদবী মুছে যাবে।