প্রথম টেস্টের পিচ প্রকাশ্যে

IMG-20250618-WA0013

লন্ডন: ২০ জুন থেকে শুরু ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ। হেডিংলেতে প্রথম টেস্ট। সেখানে ভারতের সামনে কেমন উইকেট অপেক্ষা করছে? ইংল্যান্ড কি সবুজ উইকেট বানাবে? না কি ব্যাটারেরাও সুবিধা পাবেন? হেডিংলের উইকেট নিয়ে মুখ খুললেন সেখানকার পিচ প্রস্তুতকারক রিচার্ড রবিনসন। তিনি জানিয়েছেন, প্রথম টেস্টে ব্যাট ও বলের লড়াই দেখা যাবে। একটা সাক্ষাৎকারে রবিনসন জানিয়েছেন, তিনি এমন পিচ বানিয়েছেন যাতে খেলা পাঁচ দিন চলে। তিন দিনে শেষ হয়ে যাবে, এমন পিচ বানাতে চাননি তিনি। রবিনসন বলেন, “টেস্টের সময় ভাল গরম থাকবে। তাই উইকেটে আর্দ্রতা আছে। খেলা যত গড়াবে তত আর্দ্রতা কমবে।” খেলা শুরুর তিন-চার দিন আগে হেডিংলেতে সবুজ পিচ দেখা যাচ্ছে। কিন্তু রবিনসন জানিয়েছেন, এত ঘাস থাকবে না। তা ছেঁটে ফেলা হবে। তিনি বলেন, “ঘাস ছেঁটে ফেলব। এখন তাপমাত্রা বেশি থাকায় পিচে জল বেশি দেওয়া হচ্ছে। তাই ঘাস রাখা হয়েছে। এত পিচ ভাঙবে না। খেলার সময় এত ঘাস থাকবে না। আমি চাই তিন দিন নয়, পাঁচ দিন ধরে ম্যাচ হোক।” রবিনসন জানিয়েছেন, খেলা যত গড়াবে তত পিচ পাটা হবে। ফলে প্রথম ইনিংসের তুলনায় দ্বিতীয় ও তৃতীয় ইনিংসে ব্যাট করা সহজ হবে। চতুর্থ ইনিংসে আবার পিচ স্পিন ভাল হবে। রবিনসন বলেন, “আশা করছি ব্যাট ও বলের মধ্যে ভাল লড়াই দেখব। শুরুতে বোলারেরা সুবিধা পাবে। খেলা যত গড়াবে তত পিচ পাটা হবে। প্রথম ইনিংসে ৩০০ রান ভাল স্কোর। পরের দুটো ইনিংসে ব্যাট করা আরও সহজ হবে। আশা করছি চতুর্থ ও পঞ্চম দিন স্পিনারেরাও সুবিধা পাবে।”

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement