আহমেদাবাদের বিমান দুর্ঘটনায় মৃত ১ ক্রিকেটার

IMG-20250618-WA0016

আহমেদাবাদ: মৃত্যু হয়েছে এক উদীয়মান ক্রিকেটারের। অহমদাবাদে এয়ার ইন্ডিয়ানের বিমান ভেঙে যাত্রী ও বিমানকর্মী মিলিয়ে যে ২৪১ জনের মৃত্যু হয়েছে তাঁদের মধ্যে ছিলেন তিনি। ইংল্যান্ডের একটা ক্লাবের হয়ে খেলতেন ২৩ বছর বয়সি ওই ভারতীয় ক্রিকেটার। জানা গিয়েছে, তরুণের নাম দীর্ধ পটেল। তিনি লিড্‌স মডার্নিয়ান্স ক্লাবের হয়ে খেলতেন। গুজরাতের বাসিন্দা দীর্ধ পড়াশোনার জন্য ইংল্যান্ডে থাকতেন। সেখানে কৃত্রিম মেধা নিয়ে পড়ছিলেন দীর্ধ। পাশাপাশি ক্রিকেটও মন দিয়ে খেলতেন তিনি। লিড্‌সের ক্লাবে বিদেশি ক্রিকেটার হিসাবে খেলতেন ভারতের দীর্ধ। প্রতিভাবান অলরাউন্ডারের মৃত্যুতে দুঃখপ্রকাশ করেছে ক্লাব। একটা বিবৃতি দিয়েছে তারা। সেখানে লেখা, “দীর্ধের অকালমৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। এই ক্লাবে অনেক ভাল মূহূর্তের সাক্ষী থেকেছে ও। এই কঠিন সময়ে ওর পরিবার ও বন্ধুদের সমবেদনা।” লিড‌্‌সের ক্লাবের হয়ে এয়ারডেল অ্যান্ড হোয়ারফেডাল সিনিয়র ক্রিকেট লিগে খেলতেন দীর্ধ। সেই লিগের মুখপাত্র জানিয়েছেন, ক্রিকেট নিয়েই এগোতে চেয়েছিলেন দীর্ধ। তাঁর ভাইও আগে ক্রিকেট খেলতেন। কিন্তু বেশি দিন খেলতে পারেননি তিনি। দীর্ধের প্রতিভা ছিল বলেই জানিয়েছেন ওই মুখপাত্র। গত ১২ জুন অহমদাবাদের বিমানবন্দর থেকে এয়ার ইন্ডিয়ার বিমান এআই১৭১ ওড়ার ৩০ সেকেন্ডের মধ্যে ভেঙে পড়ে। লন্ডনের গ্যাটউয়িক বিমানবন্দরে যাচ্ছিল সেই বিমান। কিন্তু ওড়ার পরেই একটা মেডিক্যাল কলেজের হোস্টেলে সেটা ভেঙে পড়ে। এই দুর্ঘটনায় বিমানের ২৩০ যাত্রী ও ১২ জন কর্মীর মধ্যে মাত্র এক জন বেঁচেছেন। মৃত্যু হয়েছে মেডিক্যাল কলেজের হোস্টেলে থাকা বেশ কিছু পড়ুয়ার। সেই দুর্ঘটনা কেন হল তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। এখনও সব মৃতদেহ শনাক্ত করা যায়নি। তার মধ্যেই এক উদীয়মান ক্রিকেটারের মৃত্যুর খবর সামনে এল।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement