পৃথক পথ দুর্ঘটনায় আহত ৪

IMG-20250618-WA0001

দিনহাটা: দিনহাটার গোসানিমারী ও কোয়ালিতহ এলাকায় পৃথক পৃথক পথ দুর্ঘটনায় আহত হল চারজন। দুইটি পথ দুর্ঘটনায় হয় বাইকের সাথে। রবিবার দিনহাটার সিতাইয়ের কামতেশ্বরী ব্রিজ সংলগ্ন সিতাই-দিনহাটা রোডে দু’টি বাইক ও একটি পিকআপ ভ্যানের সংঘর্ষে গুরুতর আহত হন দুইজন। পাশাপাশি কোয়ালিদহ এলাকায় দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত হয় দুইজন। আহতরা বর্তমানে দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। এদিন গোসানিমারীর কামতেশ্বরি ব্রিজ সংলগ্ন এলাকায় দুইটি বাইকে করে শীতের দিকে যাওয়ার পথে উল্টো দিক থেকে আসা ভুটভুটির সঙ্গে মুখোমুখি ধাক্কাধাকে বাইকের। ঘটনাস্থলে আহত হয় দুইজন। অন্যদিকে কোয়ালিদহ এলাকায় দুই বাইকের মুখোমুখি সংঘর্ষ আহত হয় আরো দুইজন। জানা গিয়েছে, দিনহাটা থেকে সিতাইয়ের দিকে যাচ্ছিল দু’টি বাইক। সেই সময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে। অপরদিকে, কোয়ালিদহ এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয় দুই বাইকের। আহতদের স্থানীয় এলাকার বাসিন্দারা উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তোদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর বলে জানা গিয়েছে। সিতাই পথ দুর্ঘটন এক বাইকে ছিলেন আশ্বনি অধিকারী নামে এক বৃদ্ধ অন্য বাইকে ছিলেন রাজেশ দেবনাথ (২০) ও সংগীতা বর্মন (১৬)। দুর্ঘটনায় তিনজনই আহত হন। আহতদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর বলেও জানা গিয়েছে।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement