প্রতিবন্ধীদের মানবিক ভাতা বৃদ্ধির দাবির পাশাপাশি একাধিক দাবিকে সামনে রেখে বঙ্গীয় প্রতিবন্ধী কল্যাণ সমিতির দিনহাটা ২ ব্লক কমিটির সভা অনুষ্ঠিত হল। দিনহাটা ২ ব্লকের বামনহাটে সংগঠনের এই সভা অনুষ্ঠিত হয়। এদিনের এই সভায় উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ, তৃণমূলের দিনহাটা ২ ব্লক সভাপতি দীপক কুমার ভট্টাচার্য, আয়োজক সংগঠনের ব্লক সভাপতি ফয়জাল শেখ, সহ-সভাপতি আসাদুল শেখ প্রমুখ নেতৃত্ব। সভায় বক্তব্য রাখতে গিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রাজ্য সরকারের নানা উন্নয়নের কথা তুলে ধরেন। পাশাপাশি বিশেষ এই চাহিদা সম্পন্নদের সার্বিক উন্নয়নে রাজ্য সরকার বিভিন্ন প্রকল্পে এদেরকে সহযোগিতা করছে বলে উল্লেখ করেন। পাশাপাশি কিছু সমস্যা রয়েছে সেগুলো নিয়েও যাতে প্রশাসন নজর দেয় সেগুলোর উপর গুরুত্ব দেন মন্ত্রী। সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ছাড়াও মানবিক ভাতা বৃদ্ধি, বাংলা আবাস যোজনায় বিশেষ চাহিদা সম্পন্নদের যাদের নাম নেই তাদের নাম তালিকাভুক্ত করা বিভিন্ন দাবি নিয়ে আলোচনা হয়।