কামাখ্যাগুড়ি: কুমারগ্রাম ব্লকের খোয়ারডাঙা-১ নম্বর গ্রাম পঞ্চায়েতের মারাখাতা এলাকায় ৫০টি পরিবার তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করল। যোগদান সভায় উপস্থিত ছিলেন বিজেপির আলিপুরদুয়ার জেলা সভাপতি মিঠু দাস, দলের জেলা সম্পাদক তথা কুমারগ্রাম বিধানসভার কনভেনর সুনীল মাহাতো, কুমারগ্রাম-৬ নম্বর মণ্ডল সভাপতি অনন্ত বিশ্বাস সহ অন্যরা। এদিন নবাগত সদস্যদের হাতে বিজেপির পতাকা তুলে দেন দলের নেতৃত্ব। বিজেপির জেলা সভাপতি মিঠু দাস বলেন, ‘তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে মানুষ আমাদের দলে যোগদান করছেন। খোয়ারডাঙা-১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ৫০টি পরিবার বিজেপিতে যোগদান করায় আমাদের দলের শক্তিবৃদ্ধি হল।’ তৃণমূল কংগ্রেসের কুমারগ্রাম ব্লক সভাপতি ধীরেশচন্দ্র রায় বলেন, ‘বিজেপির জেলা সভাপতি মিথ্যা কথা বলছেন। আমাদের দলের কেউ বিজেপিতে যায়নি। ৫০টি পরিবারের তালিকা বিজেপি নেতারা দেখান। শুধু দাবি করলেই হবে না। আসলে বিজেপির পায়ের তলায় মাটি নেই। তাই দলবদলের নামে মিথ্যা তথ্য পরিবেশন করা হচ্ছে।