দিনহাটা: চোখ হলো অমূল্য সম্পদ। আর এই চোখকে রক্ষা করতে দিনহাটার চাঁদনী চক কলোনিতে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হল। বুঝাটা শহরে বলরামপুর রোড চাঁদনী চক কলোনিতে এই শিবির অনুষ্ঠিত হয়। শিলিগুড়ি গ্রেটার লায়ন্স আই হাসপাতালের সহযোগিতায় দিনহাটা চাঁদনী চক সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির ব্যবস্থাপনায় এদিন এই শিবিরে উপস্থিত ছিলেন চাঁদনী সাহা, নৃপেন দেবনাথ,সাগর দেবনাথ সহ অনেকেই। শিবিরে বেশ কয়েকজন চিকিৎসক এ দিন ৭০ জনের চোখ পরীক্ষা ছাড়াও এদের মধ্যে যাদের ছানি অপারেশনের প্রয়োজন তাদের বিনামূল্যে সেই ব্যবস্থাও করা হয়। উদ্যোক্তাদের চাঁদনী সাহা জানিয়েছেন, পৃথিবীর শিবিরে থাকেন বেশ কয়েকজনের চোখ অপারেশনের জন্য চিহ্নিত করা হয়। তাদের বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা করা হবে।