ভোটে জিতে দিলেন পানীয় জল, কথা রাখলেন বাপি সাহা

IMG-20250616-WA0048

শিলিগুড়ি: কথা দিয়েছিলেন ভোটে জিতে কথা রাখলেন বাপি সাহা। কিছুদিন আগে শিলিগুড়িতে বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচন হয়ে যায়। সেই নির্বাচনে ছোট ভাই বাপি সাহার প্যানেল চির প্রতিদ্বন্দ্বী দাদা সুব্রত সাহার প্যানেলকে হারিয়ে জয়ী হন। তিনি ভোটের আগে কথা দিয়েছিলেন ভোটে জিতে ব্যবসায়ি এবং সাধারণ মানুষদের কথা ভেবে কাজ করবেন। তিনি তার কথামতো কথা রাখলেন। নতুন ভাবে তৈরি করে দিলেন পানীয় জলের ব্যবস্থা। তিনি নিজে বলেছিলেন এই প্রচন্ড গরমে যারা মার্কেটে বাজার করতে আসেন এবং যাদের দোকান আছে তাদের প্রচন্ড কষ্ট হয়। প্রচন্ড তাপের কারণে অনেকেই অসুস্থ হয়ে পড়েন। তাদের কথা ভেবেই আমার এই পরিকল্পনা। এখান থেকে পানীয় জল সবাই খেতে পারবেন এবং সবাই নিতে পারবেন। আশা করবো সবাই উপকৃত হবেন। এই ভোটে জিতে আমি বিধান মার্কেট জুড়ে উন্নয়নের কাজ করব। এটা আমি আগেই কথা দিয়েছিলাম, এখন বর্তমানে সেটার বাস্তবায়ন করা হচ্ছে। পানীয় জল মানুষের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তাই আমার ভালো লাগছে এই গরমে মানুষের কিছুটা হলেও সূরাহা হল। এদিন বহু মানুষ এই উদ্যোগকে সাধুবাদ জানা ন। উল্লেখ্য বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচন গত সপ্তাহে হয়েছিল, বাপি সাহা জানিয়েছিলেন তিনি অনেক কিছু করতে চান। এবং আজ তিনি করে দেখালেন।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement