কালিয়াগঞ্জ’এ প্রচারে তৃণমূল কংগ্রেস

1750106043003

শিলিগুড়ি: ১৯ তারিখে ভোট কালিয়াগঞ্জ এ ভোট প্রচারে তৃণমূল কংগ্রেস। গত কয়েক দিন ধরে কালিয়াগঞ্জ এর নির্বাচনের জন্য কোমর বেঁধে মাঠে নেমেছে তৃণমূল কংগ্রেস। প্রচারে এসেছিলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। তিনি জানালেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মানুষের সাথে মানুষের পাশে থাকেন আসন্ন কালিয়াগঞ্জ নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করতে হবে। গত কয়েকদিন ধরে নির্বাচনের জন্য কালিয়াগঞ্জ এর জোর প্রচার শুরু করেছে তৃণমূল কংগ্রেস। একের পর এক বিধায়ক এসেছেন, বোঝাই যাচ্ছে এই সিট টা নিতে প্রচন্ডভাবে বদ্ধপরিকর তৃণমূল কংগ্রেস। বাকি দুটি দল বিজেপি এবং সিপিএম এর চেয়ে প্রচারে তৃণমূল অনেকটাই এগিয়ে গেছে। এ বিষয়ে কোনো সন্দেহ নেই, গত কয়েকদিন ধরে আলিফা আহমেদ যেভাবে প্রচার করেছেন, একপ্রকার নিশ্চিত তিনি নির্বাচনের জয় হচ্ছেন। বাকিটা শুধু সময়ের অপেক্ষা। আলিফা আহমেদ নিজে জানিয়েছেন, ভোটে জিতে মানুষের উন্নয়নের জন্য কাজ করে যেতে চান। এবং তিনি আশাবাদী তিনিই জিতে বের হবেন।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement