দিনহাটা: পৃথিবীকে উষ্ণায়নের পূর্বভাব থেকে রক্ষা করতে পাশাপাশি বর্তমান আবহাওয়ার খামখেলিপানায় গাছ বাঁচাতে এবং পরিবেশকে রক্ষা করতে অভিযানে নামল পুলিশ প্রশাসন। গাছের গায়ের পেরেক দিয়ে সাইনবোর্ড ছাড়াও বিভিন্ন রকম জিনিস ঝুলিয়ে দেওয়া হয়। এর ফলে গাছের সেই অংশটি নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়ে আঘাত করে পরিবেশের উপর। এই অবস্থায় পৃথিবীকে রক্ষা করতে গাছকে এবং পরিবেশকে বাঁচাতে জেলা পুলিশের নির্দেশে মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র, আইসি জয়দীপ মোদকের নেতৃত্বে রবিবার বিকেলে শহরের বিভিন্ন এলাকায় পেরেক দিয়ে গাছে ঝোলানো বিভিন্ন সাইনবোর্ড যেমন সরানো হয় তেমনি পেরক গুলি খুলে ফেলা হয়। পাশাপাশি তীব্র তাপদাহে জল কষ্ট দেখা দিতেই শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় মাটির পাত্রে জলের ব্যবস্থা করা হয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র, আই সি জয়দীপ মোদক জানিয়েছেন, গাছের গায়ে যে পেরেক পোতা হয় এবং তার ওপরে পোস্টার ঝোলানো হচ্ছে এতে গাছের ক্ষতি হচ্ছে। এর আঘাত আসছে পরিবেশে। সেই পেরেকগুলি যেমন সরানো হচ্ছে তেমনি পশু পাখির জলের সমস্যা মেটাতে বিভিন্ন জায়গায় মাটির পাত্র বসানো হচ্ছে। সেখানে নিয়মিত সেই জল দেওয়ার কাজও শুরু হয় এদিন থেকে। পাশাপাশি এদিন থেকে যে কর্মসূচি শুরু হয়েছে এই সচেতনতামূলক কর্মসূচি যাতে বিভিন্ন ক্লাব কর্তৃপক্ষ তাদের নিজ নিজ এলাকায় করার জন্য এগিয়ে আসে তাহলে সমাজ অনেকটাই এগিয়ে যাবে। পরিবেশকে রক্ষা করতে অনেকটাই সহজ হবে। গাছ ক্ষতি হলে তার আঘাত এসে পড়বে পরিবেশে।