লন্ডন: ভারতের টেস্ট ক্রিকেটে শুরু হতে চলেছে শুভমন গিল যুগ। ২০ জুন প্রথম বার ভারতের টেস্ট অধিনায়ক হিসাবে নামবেন তিনি। প্রতিপক্ষ ইংল্যান্ড। তার আগে শুভমন জানিয়েছেন, ভারতের কোচ বা নির্বাচক প্রধানের কোনও প্রত্যাশা নেই তাঁকে নিয়ে। কেন এমন বললেন তিনি? সম্প্রচারকারী চ্যানেলে ভারতের প্রাক্তন ক্রিকেটার দীনেশ কার্তিককে দেওয়া একটা সাক্ষাৎকারে শুভমন জানিয়েছেন, তাঁর সঙ্গে দলের প্রধান কোচ গৌতম গম্ভীর ও নির্বাচক প্রধান অজিত আগরকরের কী আলোচনা হয়েছে। শুভমন বলেন, “গৌতি ভাই ও অজিত ভাইয়ের সঙ্গে আমার অনেক বার প্রত্যাশা নিয়ে কথা হয়েছে। ওরা বলেছে, আমাকে নিয়ে ওদের কোনও প্রত্যাশা নেই। আমি যা পারি না, সেটা আমাকে করতে বলেনি ওরা। তাই আমার উপর কোনও বাড়তি চাপও নেই। ওরা বলেছে, অধিনায়ক হিসাবে নিজের কাজটা করতে। অধিনায়কত্ব উপভোগ করতে বলেছে ওরা।” কোচ ও নির্বাচক প্রধানের প্রত্যাশা না থাকলেও শুভমনের নিজেকে নিয়ে প্রত্যাশা রয়েছে। তা পূর্ণ করতে চান তিনি। শুভমন বলেন, “আমার উপর কারও কোনও চাপ নেই, কিন্তু অধিনায়ক হিসাবে আমার নিজেকে নিয়ে প্রত্যাশা রয়েছে। সেটা আমিই নিজের উপর চাপিয়েছি। সেই প্রত্যাশা আমি পূরণ করতে চাই।” অধিনায়ক হিসাবে এখনও প্রথম ম্যাচ খেলতে না নামলেও এখন থেকেই নিজের লক্ষ্য স্থির করে নিয়েছেন শুভমন। তিনি বলেন, “ট্রফি জেতা তো আছেই, তবে আমার প্রধান লক্ষ্য সাজঘরে একটা অন্য রকম পরিবেশ তৈরি করা। সেখানে সকলে আনন্দে থাকবে। কারও জায়গা হারানোর ভয় থাকবে না। আমি জানি, এখন সারা বছর যত ম্যাচ আমাদের খেলতে হয় তাতে একটা প্রতিযোগিতার পরিবেশ থাকবেই। কিন্তু সকলে যাতে নিজেদের নিয়ে আত্মবিশ্বাসী থাকে সেই পরিবেশ আমি তৈরি করতে চাই।”