যাত্রা শুরু হামসাফরের

IMG-20250614-WA0079 (1)

অবশেষে বহু প্রতীক্ষার পর জলপাইগুড়ি থেকে শিয়ালদা পর্যন্ত ট্রেন চালু হলো আজকের থেকে। আপাতত সপ্তাহে একদিন ছাড়বে জলপাইগুড়ি রোড টু শিয়ালদা “হামসাফর এক্সপ্রেস”। আজকে বিকেলে এই ট্রেনের উদ্বোধন। ট্রেনটি শিয়ালদা ঢুকবে পরদিন ভোর চারটের সময়। বহুদিন ধরে জলপাইগুড়ির বাসিন্দারা দাবি করেছিলেন, তাদের জন্য কেন সরাসরি কলকাতা পর্যন্ত ট্রেন চালু করা হচ্ছে না। তারা এও জানিয়েছিলেন জরুরী সময় তাদের পক্ষে শিলিগুড়ি গিয়ে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে কলকাতা যাওয়ার জন্য ট্রেন ধরা কোনভাবেই সম্ভব নয়। তাই তাদের দিকে তাকিয়ে, জলপাইগুড়ির মানুষের দিকে তাকিয়ে সরাসরি কলকাতা যাওয়ার ব্যবস্থা করা হোক। আজকে চালু হচ্ছে সেই বহু প্রতীক্ষিত ” হামসাফর এক্সপ্রেস” এটি সরাসরি জলপাইগুড়ি থেকে শিয়ালদা পর্যন্ত যাবে। জানা গেছে আপাতত একদিন চলবে, পরে পরিস্থিতি বুঝে ট্রেনের দিন বানানো হবে। প্রথম দিনই বহু যাত্রী উৎসাহ নিয়ে জলপাইগুড়ি রোড স্টেশনে চলে আসেন সময়ের বহু আগেই।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement