ফ্লোরিডা: নতুন ফরম্যাটের ফিফা ক্লাব বিশ্বকাপ ঘিরে ফুটবল ভক্তদের মধ্যে উত্তেজনা এখন তুঙ্গে। তবে শুধু মাঠের খেলাই নয়, আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে কাল (১৫ জুন) থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্টের বিশাল অঙ্কের প্রাইজমানি। এবারের আসরে মোট প্রাইজমানির পরিমাণ রাখা হয়েছে ১০০ কোটি মার্কিন ডলার, যা ফিফার যেকোন টুর্নামেন্টের জন্য একটি রেকর্ড। সবচেয়ে বড় চমক হলো চ্যাম্পিয়ন দলের জন্য নির্ধারিত পুরস্কার। নতুন আঙ্গিকে অনুষ্ঠিত হতে যাওয়া এ টুর্নামেন্টে শিরোপা জিতলে একটি ক্লাব পাবে ১২ কোটি ৫০ লাখ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১,৪৫৬ কোটি টাকা)। মানে ২০২২ কাতার বিশ্বকাপে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার পাওয়া ৪ কোটি ২০ লাখ ডলারের তিনগুণেরও বেশি অর্থ পাবে ক্লাব বিশ্বকাপ জেতা দল।
এবারের আসরে ছয়টি মহাদেশের ৩২টি ক্লাব অংশ নিচ্ছে। টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য শুরুতেই ক্লাবগুলোকে দেওয়া হবে মোট ৫২ কোটি ৫০ লাখ ডলার। কোন ক্লাব কি পরিমাণ অর্থ পাবে তা নির্ধারিত হবে ক্লাবগুলোর খেলার মান এবং বাণিজ্যিক প্রভাব বিবেচনা করে। যেমন, ইউরোপের হেভিওয়েট ক্লাব রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির মতো ক্লাবগুলো পাবে প্রায় ৩ কোটি ৮২ লাখ ডলার করে। অন্যদিকে, ওশেনিয়া অঞ্চলের একমাত্র প্রতিনিধি অকল্যান্ড সিটির অংশগ্রহণ ফি মাত্র ৩৫ লাখ ৮০ হাজার ডলার। তবে টুর্নামেন্টে পারফরম্যান্সের ওপর ভিত্তি করে পুরস্কারের অর্থ বাড়বে। সম্ভাব্য সাতটি ম্যাচ খেলার সুযোগ থাকবে একটি দলের জন্য।গ্রুপ পর্বে প্রতিটি জয়ের জন্য মিলবে ২০ লাখ ডলার। ড্র হলে উভয় দল ভাগ করে নেবে অর্থ। শেষ ষোলোতে জয়ী দল পাবে ৭৫ লাখ ডলার। কোয়ার্টার ফাইনালে জয় পেলে পুরস্কার ১ কোটি ৩১ লাখ ডলার।