শিলিগুড়ি: রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসুর নির্দেশে আগামীকাল এবং পরশু বন্ধ শিলিগুড়ি তথা রাজ্যের সমস্ত স্কুল। এই নির্দেশ দিয়ে শিক্ষামন্ত্রী জানালেন, গরমে প্রচন্ড সমস্যার মধ্যে পড়তে হচ্ছে ছাত্র-ছাত্রীদের, কারো নাক দিয়ে রক্ত পড়ছে, কারো মাথা ঘুরছে আবার কেউ কেউ অজ্ঞান হয়ে যাচ্ছে। রাজ্য সরকার চিন্তিত ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্যের বিষয়টিকে নিয়ে। তাই গরমে আর যাতে কষ্ট না হয় সেই কারণে আগামীকাল এবং পরশু রাজ্যের সমস্ত সরকারি স্কুল কে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশের আওতায় পড়ছে উত্তরবঙ্গের স্কুলগুলিও। এদের মধ্যে দুটি উত্তরবঙ্গের সরকারি স্কুলের শিক্ষিকারা জানালেন গরমে ছাত্রছাত্রীরা যখন স্কুলে আসছে তখন থেকেই আমরা চিন্তার মধ্যে পড়ে যাচ্ছি, প্রতিটা স্কুলের ক্লাসরুমে দুটির বেশি ফ্যান থাকে না, আর এতগুলি ছাত্র-ছাত্রীর জন্য দুটি ফ্যান মোটেই সমর্থনযোগ্য নয়। বিশেষ করে দুপুরের পর অসহ্য গরমে ক্লাস রুমে টেকাই দায় হয়ে পড়ে। তাই ছুটে ঘোষণা হওয়াতে আমরা অনেকটা চিন্তামুক্ত হলাম। কারণ শরীর যদি ভালো না থাকে, তাহলে কিভাবে পড়াশুনা এগোবে, তাই রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে আমরা অভিনন্দন জানাচ্ছি।