দার্জিলিঙে ঘুরতে যাওয়া পর্যটকদের ওপর হামলার অভিযোগে গ্রেপ্তার ২ অভিযুক্ত

IMG-20250613-WA0071

শিলিগুড়ি: দার্জিলিঙে ঘুরতে যাওয়া পর্যটকদের ওপর হামলার অভিযোগে গ্রেপ্তার ২ অভিযুক্ত, শৈল শহরে চাঞ্চল্য, কি কারনে এই হামলা জানা না গেলেও, মনে করা হচ্ছে টাকা পয়সা নিয়ে পর্যটক দের সাথে বনিবনা না হবার কারনেই এই সমস্যা। ধৃত ওই দুজন শিলিগুড়ির বাসিন্দা, তারাও টাকার বিনিময়ে জায়গা ঠিক করে দিতেন, পর্যটকদের। জায়গা পছন্দ না হওয়ায় পর্যটকেরা টাকা দিতে না চাওয়ায় এই গন্ডগোল তৈরি হয়েছে। পর্যটক এরা জানিয়েছেন অত্যধিক টাকা নিয়ে এখন ঠিকমতো কাজ করে না এরা। বিভিন্ন এজেন্সির বিনিময় কাজ জোগাড় করে পর্যটকদের সাথে কথা বলে টাকা নি তো এবার। এবারও একই ঘটনা ঘটে, ঘুরে নিয়ে এসে অতিরিক্ত টাকা আদায় করে পর্যটকদের কাছ থেকে। পর্যটকেরা প্রতিবাদ করায় তাদের হেনস্থা শুরু করে দেয় ওই দুই ব্যক্তি। সাথে নিয়ে নেয় ওই এলাকার কিছু হোমরা চমড়া ছেলেদের। পর্যটকদের মধ্যে অনেকেই ভয় পেয়ে টাকা দিয়ে দিতেন। তবে এবার টাকা দিতে চাননি তারা, উল্টে প্রতিবাদ করেন। এরপরে শুরু হয় হাতাহাতি এবং ধস্তাধস্তি। অবস্থা সামলান ওই এলাকার স্থানীয় কিছু মানুষ। পরে পুলিশকে খবর দেওয়া হলে, পুলিশ এসে ওই দুজনকে গ্রেফতার করে।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement