সিডনি: ফুটবল বিশ্বকাপের যোগ্যতা অর্জন করে ফেলল অস্ট্রেলিয়া। মঙ্গলবার জেড্ডায় সৌদি আরবকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল তারা। বিশ্বকাপে খেলা থেকে আর পয়েন্ট দূরে উরুগুয়ে এবং প্যারাগুয়ে। এই নিয়ে টানা ছ’বার ফুটবল বিশ্বকাপ খেলবে অস্ট্রেলিয়া। সৌদি আরবের আব্দুল রহমান আলোবুদ গোল করে দেশকে এগিয়ে দিলেও ম্যাচে ফিরে আসে অস্ট্রেলিয়া। কনর মেটকাফে এবং মিচ ডিউক অস্ট্রেলিয়ার জয় এবং বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেন। লাতিন আমেরিকা থেকে প্রথম ছ’টি দেশ সরাসরি বিশ্বকাপে খেলবে। সপ্তম দেশ খেলবে অন্তর্মহাদেশীয় প্লে-অফ। যোগ্যতা অর্জন পর্বে সব দেশেরই আর দু’টি করে ম্যাচ বাকি। সপ্তম স্থানে থাকা ভেনেজুয়েলা শেষ দু’টি ম্যাচে জিতলেও ২৪ পয়েন্টের বেশি এগোতে পারবে না। চারে থাকা উরুগুয়ে এবং পাঁচে থাকা প্যারাগুয়ে, দুই দেশেরই ২৪ পয়েন্ট। ফলে আর এক পয়েন্ট পেলেই তারা বিশ্বকাপে খেলতে পারবে। উরুগুয়ে এ দিন ২-০ গোলে হারিয়েছে ভেনেজুয়েলাকে। ব্রাজিলের কাছে ০-১ গোলে হেরেছে প্যারাগুয়ে।