অনুব্রত ইস্যুতে বিধানসভায় বিজেপির ওয়াকআউট

IMG-20250611-WA0026

সপ্তর্ষি সিংহ

মঙ্গলবার অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে মুলতবি প্রস্তাব এনেছিল বিজেপি। কিন্তু সেই প্রস্তাব খারিজ করে দেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। বিজেপি বিধায়করা তখন বিক্ষোভ দেখিয়ে বাইরে বেরিয়ে আসেন। বুধবার সেই ইস্যুতে ফের তেতে উঠল বিধানসভার সদন চত্বর। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিসের প্রেক্ষিতে তদন্তের নির্দেশের প্রতিবাদ করে বিজেপি বিধায়করা। এরপর বিজেপি বিধায়করা বিক্ষোভ দেখাতে থাকেন। ওয়াকআউট করেন তাঁরা। বিক্ষোভ দেখিয়ে বাইরে বেরিয়ে আসেন তাঁরা।
বুধবার বিজেপি বিধায়করা প্রশ্ন তোলেন, অনুব্রত মন্ডল কীভাবে সরকারি কর্মচারীকে গালি দিয়েও গুরুত্বপূর্ণ রুরাল ডেভলপমেন্ট কমিটির চেয়ারম্যান পদে বহাল থাকেন? বিজেপি একটি মুলতুবি প্রস্তাব আনে। কিন্তু সেই প্রস্তাব খারিজ করে দেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। বিধায়ক শঙ্কর ঘোষের নেতৃত্বে ওয়াকআউট করেন বিজেপির বিধায়করা। ওয়াকআউট করে বিজেপি বিধায়করা বাইরে বেরিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, “স্পিকার সাহেব একই দিনে দুই রকম কথা বলছে। বিধানসভার বাইরে প্রধানমন্ত্রীকে তৃণমূল বিধায়করা আক্রমণ করলে স্পিকার জানান, বাইরে কে কী বলছেন তার আলোচনা ভিতরে হবে না। এদিকে বিধানসভার বাইরে বলা কথায় বিরোধী দলনেতার বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস।”

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement