হ্যাক হয়েছে ‘একেন বাবু’র প্রোফাইল

IMG-20250610-WA0043

দর্শকের পছন্দের গোয়েন্দাদের তালিকায় বেশ কয়েক বছর আগে থেকেই জুড়েছে ‘একেন বাবু’রং নাম। ভোজনরসিক এই বাঙালি গোয়েন্দার নানা কীর্তিকলাপ দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করেন দর্শক। ‘একেন বাবু’র রহস্য সমাধান যেন আট থেকে আশির কাছে উত্তেজনার জায়গা। সেই দুঁদে গোয়েন্দা এবার নিজেই বিপাকে? বিপদে পর্দার ‘একেন্দ্র সেন’ ওরফে অভিনেতা অনির্বাণ চক্রবর্তী। অভিনেতার সমাজমাধ্যম নাকি হঠাৎ হ্যাক হয়েছে! পুরো দস্তুর জলঘোলা বিষয়। যদিও নিজের অ্যাকাউন্টটি আবারও ফিরে পেয়েছেন অনির্বাণ। কিন্তু কে বা কারা করল এমন কাজ? জানতে আজকাল ডট ইন-এর পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল অনির্বাণ চক্রবর্তীর সঙ্গে। তিনি বলেন, “না ঠিক হ্যাক হয়নি। আসলে রেস্ট্রিকশন পড়ে গিয়েছিল হঠাৎ। গত শুক্রবার দেখলাম কিছু পোস্ট করতে পারছি না। সঙ্গে সঙ্গে দেখলাম ফেসবুক থেকে নোটিফিকেশন এল, কিছু অজ্ঞাত কারণের জন্য আমার প্রোফাইল রেস্ট্রিকট হয়েছে।”অনির্বাণ আরও বলেন, “ঠিক কী কারণে এমন হল জানি না। প্রোফাইল থেকে এমন কিছুই পোস্ট করা হয় না যেটা সমাজবিরুদ্ধ। এখন অনেক রকমারি নিয়ম হয়েছে। এত কিছু বুঝি না। তাই হোক মেল করে আবেদন জানাতে, আবার ফেরত পেয়েছি অ্যাকাউন্ট এই অনেক। নয়তো আবার নতুন অ্যাকাউন্ট খুলতে হতো, ওটা আরও ঝামেলার।”

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement