ক্রমেই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। সোমবার সকাল পর্যন্ত পাওয়া তথ্যানুসারে সাড়ে ৬ হাজার ছুঁইছুঁই দেশে করোনা আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তরফ থেকে সোমবার যে বুলেটিন প্রকাশ করা হয়েছে সেই অনুসারে এই মুহুর্তে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৬ হাজার ৪৯১। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আরও ৬ হাজার ৮৬১। আর এই ঘরে ফেরার সংখ্যাও যথেষ্ট বেশি হওয়ায় আশার আলো দেখছেন চিকিৎসকরা।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক সূত্রে খবর, গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৫৮ জন। তার মধ্যে সবচেয়ে বেশি গুজরাতে। সেখানে একদিনে ১৫৮ জন আক্রান্ত হয়েছেন। গুজরাত আর কর্ণাটকের পর তৃতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। গত ২৪ ঘণ্টায় বাংলায় ৫৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু হয়েছিল। তার মধ্যে কর্নাটকে ২ জন, কেরলের ৩ জন এবং তামিলনাড়ুর ১ জন। কর্নাটকে মৃতদের বয়স যথাক্রমে ৪৬ এবং ৪৮, দু’জনেই কোমর্বিড রোগী ছিলেন। কেরলে মৃত ৩ জনের বয়স ৫১, ৬৪ এবং ৯২। প্রত্যেকেই নানা রোগে চিকিৎসাধীন ছিলেন। তামিলনাড়ুর কোভিডে মৃত ৪২ বছরের ব্যক্তির অনিয়ন্ত্রিত ডায়াবিটিস এবং কিডনির সমস্যা ছিল। এখনও পর্যন্ত নয়া কোভিড ওয়েভে দেশে মৃত্যু হয়েছে ৬৫ জনের। গত ১ জানুয়ারি থেকে এই পরিসংখ্যান দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।