বন্ধ হল তুরতুরি চা-বাগান, বিপাকে ৫ শতাধিক শ্রমিক

IMG-20250608-WA0254

কামাখ্যাগুড়ি: বন্ধ হয়ে গেল কুমারগ্রাম ব্লকের তুরতুরি চা-বাগান। শুক্রবার রাতে ‘সাসপেনশন অব ওয়ার্ক’-এর নোটিশ ঝুলিয়ে বাগান ছাড়েন মালিকপক্ষ। যার ফলে বিপাকে পড়লেন ওই বাগানের ৫ শতাধিক শ্রমিক। শনিবার সকালে কাজে এসে শ্রমিকরা দেখেন, বাগান বন্ধ রয়েছে। মালিকপক্ষ বাগান ছেড়ে চলে যাওয়ায় কার্যত অনিশ্চিত হয়ে পড়ল শ্রমিকদের ভবিষ্যৎ। শনিবার শ্রমিকদের বকেয়া বেতন দেওয়ার কথা ছিল মালিকপক্ষের। তার আগেই মালিকপক্ষ রাতের অন্ধকারে বাগান ছাড়লেন। তুরতুরি চা-বাগান বন্ধ হওয়ার খবর পেয়ে শনিবার বাগান আসেন কুমারগ্রামের বিধায়ক মনোজকুমার ওরাওঁ। তাঁর সঙ্গে ছিলেন বিজেপি ও বিটিডব্লিউইউ-এর নেতৃত্ব। বাগানের শ্রমিকদের সঙ্গে এদিন আলোচনায় বসেন বিধায়ক। বিধায়ক মনোজকুমার ওরাওঁ মালিকপক্ষ ও রাজ্য সরকারের বিরুদ্ধে সোচ্চার হন। তিনি বলেন, ‘মালিকপক্ষ স্বৈরাচারী আচরণ করছে। মালিকপক্ষের জন্য শ্রমিকরা বিপাকে পড়ল। রাজ্য সরকারের উচিত, অবিলম্বে মালিকপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।’ সিটুর আলিপুরদুয়ার জেলা সভাপতি বিদ্যুৎ গুন বলেন, ‘বেতন না পাওয়ার কারণে শ্রমিকরা আর্থিক অনটনের মধ্যে রয়েছেন। এই পরিস্থিতিতে মালিকপক্ষ বাগান ছেড়ে চলে যাওয়ায় শ্রমিকরা দুর্দশার মধ্যে পড়লেন। এই বিষয়ে সরকারি হস্তক্ষেপ দাবি করছি।’ জানা গিয়েছে, আগামী সোমবার, তুরতুরি চা-বাগান নিয়ে শ্রম বিভাগের পক্ষ থেকে ত্রিপাক্ষিক বৈঠক ডাকা হয়েছে। আপাততঃ সেই বৈঠকের দিকে তাকিয়ে রয়েছেন চা-বাগানের শ্রমিকরা।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement