লর্ডসে অনুশীলন শুরু গিলদের

IMG-20250608-WA0265

লন্ডন: ইংল্যান্ডে পৌঁছে সময় নষ্ট না করে অনুশীলন শুরু করে দিল ভারতীয় দল। শনিবার লন্ডনে পৌঁছেছেন শুভমন গিলেরা। রবিবারই অনুশীলন শুরু করে দিয়েছেন তাঁরা। লর্ডস ক্রিকেট মাঠে বসেছে ভারতীয় শিবির। সেখানে প্রথম দিন জোরকদমে অনুশীলন করলেন ভারতীয় ক্রিকেটারেরা। ভারতীয় ক্রিকেট বোর্ড সেই অনুশীলনের ভিডিয়ো সমাজমাধ্যমে দিয়েছে। তার ক্যাপশন, “প্রস্তুতি শুরু। ইংল্যান্ডে ভারতীয় দলের অনুশীলনের প্রথম দৃশ্য।” সেখানে দেখা যাচ্ছে, নতুন অধিনায়ক শুভমন ও সহ-অধিনায়ক ঋষভ পন্থ মাঠের দিকে যাচ্ছেন। প্রথমে লর্ডসের ইন্ডোর স্টেডিয়ামে যান তাঁরা। সেখানে ওয়ার্ম আপ সারেন ক্রিকেটারেরা। তার পরে তাঁরা যান মূল মাঠে। সেখানে কোচ গম্ভীর ও অধিনায়ক শুভমন প্রথমে সকলের সঙ্গে ‘টিম হাডল’ করেন। তার পর আবার অনুশীলন শুরু হয়। প্রথমে ফুটবল খেলা শুরু করেন ক্রিকেটারেরা। পন্থ, অর্শদীপদের বেশ কিছু ক্ষণ ফুটবল পায়ে দেখা যায়। তার পর শুরু হয় ফিল্ডিং অনুশীলন। বল ধরে উইকেটে মারা, ক্যাচ ধরার প্রস্তুতি সারেন ক্রিকেটারেরা। সব দিকে নজর রাখছিলেন গম্ভীর। মাঝে তাঁর সঙ্গে কথা বলতে দেখা যায় অর্শদীপকে। ডিউক বল হাতে নিয়ে দেখছিলেন তাঁরা। তবে প্রথম দিন ব্যাট বা বল করেননি ক্রিকেটারেরা। তাঁরা মূলত ফিল্ডিংয়ের উপরেই জোর দিয়েছেন। ১৫ জনের দলের সকলে অবশ্য অনুশীলনে ছিলেন না। অভিমন্যু ঈশ্বরন, যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুল, করুণ নায়ার, ধ্রুব জুরেল, নীতীশ রেড্ডি ও শার্দূল ঠাকুর ভারত ‘এ’ দলের হয়ে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে খেলছেন। চার দিনের সেই প্রস্তুতি ম্যাচ শেষে দলের সঙ্গে যোগ দেবেন তাঁরা। এই সিরিজের আগেই টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। শুভমনকে নতুন অধিনায়ক করা হয়েছে। বিরাট, রোহিত ও অশ্বিনকে ছাড়া নামবে ভারতীয় দল। ফলে তাদের কাছে বাড়তি চ্যালেঞ্জ। ২০ জুন হেডিংলেতে শুরু প্রথম টেস্ট। পরের চারটে টেস্ট হবে এজবাস্টন, লর্ডস, ম্যাঞ্চেস্টার ও ওভালে। ২০০৭ সালের পর থেকে ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ় জিততে পারেনি ভারত। ফলে শুভমনের সামনে সুযোগ রয়েছে নিজের প্রথম সিরিজ়েই নজির গড়ার। সেই লক্ষ্যেই দলকে নিয়ে প্রস্তুতি শুরু করে দিয়েছেন তিনি।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement