দক্ষিণবঙ্গে বাড়বে গরম

IMG-20250608-WA0284

 আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। তার ওপর বাড়বে তাপমাত্রার পারদ। তাই আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে অস্বস্তি চরমে উঠবে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দু’দিনে আরও তাপমাত্রা বাড়তে পারে। উপকূল ও সংলগ্ন জেলায় গরমের সঙ্গে জলীয় বাষ্প বেশি থাকায় অস্বস্তি জারি থাকবে। পশ্চিমের জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে।
উত্তরবঙ্গের দার্জিলিং সহ ওপরের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সোমবার দক্ষিণবঙ্গের উপকূল ও সংলগ্ন কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে বুধবারের পর থেকে। গত কয়েকদিন ধরে ভ্যাপসা গরমের হাত থেকে রেহাই দিচ্ছিল বৃষ্টিপাত। কিন্তু, আগামী তিনদিনে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা। হাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিন আবহাওয়া থাকবে শুষ্ক, সঙ্গে অস্বস্তিও বজায় থাকবে। শুষ্ক ও গরম হাওয়া অপেক্ষাকৃত বেশি থাকবে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম এবং মুর্শিদাবাদে। অন্যান্য জেলাগুলিতেও গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে এই সময়ে। উপকূল এবং লাগোয়া জেলাগুলিতে সোমবার হালকা বৃষ্টিপাত হতে পারে। 
আবহবিদরা জানাচ্ছেন, আগামী বুধবার পর্যন্ত আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা কম। তবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়বে বুধবারের পর থেকে। বুধবার বিকেলে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ, নদিয়াতে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।  উত্তরবঙ্গের দার্জিলিং-সহ উপরের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হতে পারে। তবে আগামী কয়েকদিনে উত্তরবঙ্গের কোনও জেলাতেই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।  কলকাতার তাপমাত্রা ক্রমশ ঊর্ধ্বমুখী হবে আগামী ৪৮ ঘণ্টায়। আপাতত বর্ষা আসার সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। হাওয়ার গতিবেগ এবং দক্ষিণবঙ্গের পরিবেশ মৌসুমী বায়ুর অনুকূল নয় বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। ১২ জুন পর্যন্ত পশ্চিমবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম থাকবে। অনুমান আলিপুর আবহাওয়া দফতরের বিজ্ঞানীদের।তিনদিনে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। শুষ্ক আবহাওয়া সঙ্গে গরম ও অস্বস্তি থাকবে। শুষ্ক ও গরম হাওয়া বেশি থাকবে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব-পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ। অন্যান্য জেলাতেও গরম ও অস্বস্তি থাকবে।  আগামী বুধবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কম থাকবে।  বুধবারের পর আবহাওয়া পরিবর্তন হবে। বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বুধবার বিকেলের দিকে উত্তর দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ, নদীয়া জেলাতে বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। 

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement