সিকিম পুরনো ছন্দে, জোর কদমে চলছে উদ্ধারের কাজ

IMG-20250606-WA0239

শিলিগুড়ি: সিকিম আবার পুরনো ছন্দে। উত্তর সিকিমে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের কারণে যে পরিস্থিতি তৈরি হয়েছিল সিকিম জুড়ে সেখান থেকে বের হয়ে আসার চেষ্টা করছে সাধারণ মানুষ। অবশ্যই এর মূল কৃতিত্ব যাবে সিকিমের সেনা বাহিনীর উপর। তাদের অক্লান্ত প্রচেষ্টা এবং নিরলস পরিশ্রমের কারণেই হয়তো এবারের মত সব পর্যটকেরা ফিরতে পারবে। কয়েক দিন ধরে বিপর্যয়ের কারণে প্রচন্ডভাবে খাবারের সমস্যায় ভুগছেন পর্যটকেরা। তরল খাবার পাননি বললেই চলে, যে যে খাবার বিক্রি হয়েছে সেই সেই খাবারের দাম প্রায় পাঁচ গুণ বেশি। অনেক সময় সেই দাম দিয়েই খাবার কিনেছেন পর্যটকেরা। জল এবং চা এবং অন্যান্য খাবার চড়া দামে বিক্রি হয়েছে, এবং তাদের কিনতে হয়েছে বলে অভিযোগ করেছেন পর্যটকেরা। সেই অবস্থা কাটিয়ে এখন বাড়ি ফিরে যেতে চাইছেন সবাই। যেন কেন প্রকারে। পর্যটকদের মধ্যে অনেকেই জানিয়েছেন বাজেটের চাইতেও বেশি টাকা খরচ হয়ে যাওয়ায় প্রচন্ড সমস্যার মধ্যে পড়ে গেছেন তারা। কোনভাবে বাড়ি ফিরছেন তারা, অবশ্য তারা এর জন্য ধন্যবাদ দিয়েছেন সেনাবাহিনীকে, ধন্যবাদ দিয়েছেন সাধারণ মানুষকে। তারা জানিয়েছেন এরা না থাকলে হয়তো এরা আরো অসম্ভব হয়ে যেত আমাদের কাছে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement